কলকাতা: কৃষ্ণকুমার কুন্নাথের মৃত্যুর পর আবারও ফেস্ট আয়োজিত হতে চলেছে নজরুল মঞ্চে। এবার অনুষ্ঠান করবেন অনুপম রায়। ৩১ মে-এর বিতর্কের কথা মাথায় রেখে মঞ্চের অনুষ্ঠানে বড়সড় বদল আনতে চলেছে কলকাতা পুলিস এবং কলকাতা পুরসভা।
নজরুল মঞ্চে গুরুদাস মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানের পর মৃত্যু হয়েছে সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের। আর তারপর থেকেই প্রশ্ন উঠেছে মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে। চলছে বিতর্ক। যে কারণে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে তৎপর রাজ্য। ইতিমধ্যেই কলকাতা শহরের বিভিন্ন হল নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিস।
এই নয়া নির্দেশিকা মূলত নজরুল মঞ্চের মতো সমস্ত ক্লোজ ডোর অডিটোরিয়াম বা হলের জন্য। নির্দেশিকায় বলা হয়েছে, এই ধরনের অডিটোরিয়ামে অনুষ্ঠান করতে হলে বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। অনুষ্ঠানের দিন অডিটোরিয়ামে রাখতে হবে মেডিক্যাল টিম। দুটি আধুনিক পরিষেবা অ্যাম্বুল্যান্স। পর্যাপ্ত সংখ্যক বেসরকারি নিরাপত্তারক্ষী।
আরও পড়ুন- Bratya Basu: সোশাল বা ফেস্টের জন্য শিক্ষা দফতরের অনুমতি বাধ্যতামূলক, নির্দেশ শিক্ষামন্ত্রীর
কেকে বিতর্কের পরই শুক্রবারই প্রথম নজরুল মঞ্চে কলেজ ফেস্টের আসর বসতে চলেছে। ওই অডিটোরিয়ামে অনুষ্ঠান করবেন অনুপম রায়। উপরোক্ত নির্দেশিকা ছাড়াও এই অনুষ্ঠানের জন্য বলা হয়েছে, নজরুল মঞ্চের স্টেজে সংশ্লিষ্ট ব্যান্ডের কর্তাব্যক্তিরা ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। শীতাতপ ব্যবস্থা যাতে ঠিকঠাক থাকে তার উপযুক্ত ব্যবস্থা করতে হবে। বিকল্প বিদ্যুৎ-এর ব্যবস্থা রাখতে হবে।
একটি গেট পাসে একজনের বেশি প্রবেশ করতে পারবে না। অভ্যন্তরে কোনও রকম স্প্রে ব্যবহার করা যাবে না।এছাড়াও যারা দর্শক হিসেবে ঢুকবেন তাঁরা কোন রকম লাইট ব্যবহার করতে পারবেন না। দুজন চিকিৎসক কে রাখতে হবে। নার্সিং এর প্রাথমিক ফেসিলিটি ও রাখতে হবে। স্টেজ থেকে কোনও শিল্পী যাতে দর্শকের মাঝে না যেতে পারেন তাও নিশ্চিত করতে হবে। এছাড়াও অনুষ্ঠানের আগে সংশ্লিষ্ট থানাতে উদ্যোক্তাদের সমস্ত নথি জমা দিতে হবে।