Friday, August 8, 2025
Homeকলকাতাআলাপন বন্দ্যোপাধ্যায়ের আর্জি মেনে নিল হাইকোর্ট, দুপুর দুটোয় জরুরি ভিত্তিতে শুনানি

আলাপন বন্দ্যোপাধ্যায়ের আর্জি মেনে নিল হাইকোর্ট, দুপুর দুটোয় জরুরি ভিত্তিতে শুনানি

Follow Us :

কলকাতা :  অবসরপ্রাপ্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের আর্জি মেনে নিল কলকাতা হাইকোর্ট। তাঁর দায়ের করা এই মামলা বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের  ডিভিশন বেঞ্চে শুনানি হবে বুধবার অর্থাৎ আজ দুপুর দুটোয়।

রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের কলকাতা বেঞ্চে মামলা করেছিলেন। যে মামলা  দিল্লির প্রিন্সিপাল বেঞ্চে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বুধবারেই এই মামলার জরুরি ভিত্তিক শুনানির আর্জি জানিয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সেই আর্জির ভিত্তিতেই চলবে শুনানি।

গত ২২ অক্টোবর দুপুর তিনটের সময়ে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের কলকাতা বেঞ্চে অবসরপ্রাপ্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছিল। সেই দিনই ওই মামলা কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় প্রিন্সিপাল বেঞ্চ। এর পর ২৭ অক্টোবর এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল। তবে, এই মামলার শুনানির আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব।

আরও পড়ুন – ৮ সপ্তাহ পর ফের পেগাসাস মামলার শুনানি

গত ২৮ মে যশ বিধ্বস্ত বাংলা পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে একটি পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। যে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তত্‍কালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন – প্রাণনাশের হুমকি পেলেন রাজ্য সরকারের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়

কোনও বিশেষ কারণে ওই বৈঠক শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে সঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায়ও বৈঠক ছেড়ে চলে গিয়েছিলেন।  সেই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ তোলা হয়, আলাপনবাবু প্রধানমন্ত্রীকে অপমান করেছেন ও তাঁর সার্ভিস কোড লঙ্ঘন করেছেন। এরপরই কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রক আলাপনবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করে।

RELATED ARTICLES

Most Popular