skip to content
Friday, June 28, 2024

skip to content
HomeকলকাতাAnis Khan Probe: শুক্রবার ধৃতদের টি আই প্যারেড, শনাক্তকরণের কথা সালেম খানের

Anis Khan Probe: শুক্রবার ধৃতদের টি আই প্যারেড, শনাক্তকরণের কথা সালেম খানের

Follow Us :

কলকাতা: আনিসকাণ্ডে ধৃতদের শুক্রবার টিআই প্যারেডে (Test Identification Parade) হাজির করানোর কথা। আনিসের (Anis Khan Father) বাবা সালেম খানকে তাদের শনাক্তকরণের জন্য নিয়ে যাওয়া হবে। বুধবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পুলিস গ্রেফতার করে দুই পুলিসকর্মীকে। হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য নামে ধৃত ওই দু’জন জেরায় আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীর নাম উল্লেখ করেন। আদালত চত্বরে পুলিস ভ্যানে ওঠানোর সময় দু’জনেই জানান, ওসির নির্দেশে তাঁরা আনিসের বাড়িতে গিয়েছিলেন। দু’জনেরই দাবি, তাঁদের বলির পাঁঠা করা হয়েছে।

গত শুক্রবার গভীর রাতে পুলিস ও সিভিক ভলান্টিয়ারের পোশাক পরা চার যুবক আসে আনিসের বাড়িতে। আনিসের নাম করে তারা ডাকাডাকি করায় দরজা খুলে দেন আনিসের বাবা সালেম খান। তাঁর অভিযোগ, পুলিসের পোশাক পরা একজন হাতে বন্দুক নিয়ে একটি ঘরে তাঁকে পাহারা দিচ্ছিল। বাকিরা তিনতলার ছাদে চলে যায়। আনিস তখন ছাদেই ছিলেন। কিছুক্ষণ পর সালেম ভারী কিছু পড়ার শব্দ শোনেন।

আনিসের বাবার দাবি, ওই তিনজন নীচে এসে বন্দুকধারীকে বলে, কাজ হাসিল হয়ে গিয়েছে। পরে বাড়ির সামনে আনিসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে আনিসকে মৃত বলে ঘোষণা করা হয়। আনিসের মৃত্যুর পর তোলপাড় চলছে রাজ্যজুড়ে। দোষীদের শাস্তির দাবিতে সরব পড়ুয়া থেকে একাধিক রাজনৈতিক দল। এই ঘটনায় তদন্ত শুরু করেছে সিট।

এখনও সিবিআই তদন্তের দাবিতেই অনড় রয়েছে আনিসের পরিবার। কাদের নির্দেশে আনিসের বাড়িতে গত শুক্রবার চার পুলিশকর্মী এসেছিলেন, তা প্রকাশ্যে জানানোর দাবিও তুলেছে তারা।  এতদিন পর্যন্ত পরিবার তদন্তে অসহযোগিতা করছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার আদালত পরিবারকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয়। পরিবার আনিসের ফোনটিও পুলিসের হাতে তুলে দিতে অস্বীকার করেছিল। আদালত সেই ফোনটি পুলিসকে দেওয়ারও নির্দেশ দিয়েছে। একইসঙ্গে আদালত বলেছে আনিসের দেহের দ্বিতীয়বার ময়না তদন্ত হবে। আদালতের নির্দেশ মোতাবেক আনিসের পরিবার বৃহস্পতিবার রাত থেকে তদন্তে সাহায্য করছে সিটকে। ওই রাতেই সিট পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করে।

আরও পড়ুন- Anis Khan: আদালতের নির্দেশের পর সিটের তদন্তে সহযোগিতায় আনিসের পরিবার, রেকর্ড হল বয়ান

 

 

 

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mamata Banerjee | জবরদখল দেখলে গ্রেফতার, কাউকে ছাড় নয়
02:55:41
Video thumbnail
Mamata Banerjee | কোন ৫ নেতাকে সার্ভে করার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
02:05:30
Video thumbnail
Mamata Banerjee | 'লোভ সংবরণ করুন' কাদের উদ্দেশে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
01:12:50
Video thumbnail
Rahul Gandhi | স্পিকার ওম বিড়লাকে কী কথা বললেন রাহুল গান্ধী?
03:31:46
Video thumbnail
Mamata Banerjee | পুলিশ-পুরসভাকে কড়া বার্তা, কী কী বললেন?
01:00:15
Video thumbnail
Mamata Banerjee | রাজ্যপালের কাছে যেতে ভয় পাচ্ছে মেয়েরা! এ কী বললেন মমতা?
01:26:41
Video thumbnail
Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর নির্দেশে জয়েন্ট ইনসপেকশন কাদের নির্দেশ? কী কী নির্দেশ?
34:06
Video thumbnail
Mamata Banerjee | ১টা রাস্তা ৫ বছর চলে না কেন? প্রবল ক্ষুব্ধ মমতা
26:01
Video thumbnail
Mamata Banerjee | রাস্তায় আবর্জনা ফেলা যাবে না আর কী কী বললেন মমতা?
36:06
Video thumbnail
Mamata Banerjee | জবরদখল দেখলে গ্রেফতার কাউকে ছাড় নয়
24:16