কলকাতা টিভি ওয়েব ডেস্ক: সকাল বেলাও গলির মোড়ে উড়ছিল বিজেপির পতাকাটা। ঝুলছিল ‘আচ্ছে দিন’ -এর পোস্টার ব্যানার। কিন্তু পড়ন্ত বিকেলে যেন ফিকে হয়ে এল গেরুয়া রঙটা। ক্রমেই তা বদলে গেল সবজে রঙে। আর এভাবেই ঠিক এক বেলার মধ্যেই জগদ্দলে ফুটে উঠল ঘাসফুল।
দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রবিবারেই ঘরের ছেলে ঘরে ফিরেছেন। বা বলা যায় পদ্মাসন ছেড়ে আবার ঘাস ফুলে ফিরেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। আর প্রিয় সাংসদ ফুল বদলাতেই নিজেদের গা থেকেও গেরুয়া বসন ঝেড়ে ফেলতে বিন্দু মাত্র সময় নষ্ট করলেন না অর্জুন অনুগামীরা।
তখনও ক্যামাক স্ট্রিটের বন্ধ ঘরে অর্জুন সিংয়ের বৈঠক চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্বের সঙ্গে। বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অর্জুন অনুগামীরা। একদিকে অপেক্ষার পারদ চড়লেও অপরদিকে সাজো সাজো রব।
বিকেলে তাজ বেঙ্গল থেকে অর্জুনের গাড়ির চাকা ক্যামাক স্ট্রিটের দিকে গড়িয়েছে। ততক্ষনে যেন সব আভাস পেয়ে গিয়েছেন তাঁর অনুগামীরা। শুরু হয়ে গিয়েছে ভাটপাড়ায় সাংসদ অর্জুন সিংয়ের বাসভবন ও দলীয় কার্যালয় থেকে বিজেপির পতাকা সরিয়ে ফেলার কাজ।
যত সময় গড়িয়েছে বিজেপি থেকে ক্রমেই ঘাসফুল ফুটে উঠেছে এলাকাজুড়ে। জগদ্দলে তাঁর বাড়ির চারপাশ থেকে খুলে ফেলা হয়েছে বিজেপির পতাকা, পোস্টার, ব্যানার। এলাকায় বিজেপি-র কার্যালয় থেকেও সরিয়ে নেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পতাকা, পোস্টার, ব্যানার, এমনকি দেওয়ালে আটকানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পর্যন্ত।
আরও পড়ুন- Arjun Singh: মমতার নেতৃত্বে দেশজুড়ে বড় আন্দোলনের অপেক্ষা, নিজের ঘরে ফিরে বললেন অর্জুন
আর তার বদলে সাজানো হয়েছে ঘাস ফুলের পতাকা, পোস্টার, ব্যানার। এমনকী মজদুর ভবনের ভেতরে বিজেপি নেতৃত্বের সঙ্গে অর্জুনের ছবিগুলিও সরিয়ে দেওয়া হয় একে একে। বদলে গিয়েছে এলাকার চালচিত্র। ক্রমেই গোটা এলাকা মুড়ে গিয়েছে ঘাসফুলে।