কলকাতা: বিধানসভা ভোটের পর থেকেই রাজ্যের রাজনৈতিক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে পদে পদে হাইকোর্টের (High Court) দ্বারস্থ হয়েছে বিজেপি (BJP)। এবার পুরভোটের আইনি (Bengal Civic Polls 2022) লড়াইয়ে কৌশল বদল করল গেরুয়া শিবির। এই কৌশলের অঙ্গ হিসেবে মূল আইনজীবী বদল করল রাজ্য বিজেপি। প্রাক্তন সলিসিটার জেনারেল রণজিৎ কুমারকে (Ranjit Kumar) নতুন আইনজীবী নিয়োগ করল গেরুয়া শিবির।
প্রকৃতপক্ষে কোনও মামলা হাইকোর্টে দীর্ঘদিন ধরে যাতে থমকে না থাকে, তার জন্য প্রয়োজনে সুপ্রিমকোর্টে পৌঁছতে চায় দল। এই কারণে হঠাৎ প্রয়োজনে সুপ্রিমকোর্ট পর্যন্ত যাওয়ার জন্য আচমকা কৌশল বদল রাজ্যের বিরোধী দলের।
প্রসঙ্গত, রাজ্য বিজেপির নতুন আইনজীবী প্রাক্তন সলিসিটার জেনারেল রণজিৎ কুমার হলেন অভিজ্ঞ ও দুঁদে কৌঁসুলি। ইনি মোদি জামানার প্রথম প্রাক্তন সলিসিটার জেনারেল ছিলেন। ফলে বোঝাই যাচ্ছে রাজনৈতিক লড়াইকে আইনের ময়দানে নিয়ে যাওয়ার জন্য কোমর বেঁধে নামতে চলেছে বিজেপি।
বিশেষত সম্প্রতি হয়ে যাওয়া পুরভোটে শাসকদল তৃণমূল কংগ্রেসে বিপুল মার্জিনে জয়কে ইতিমধ্যেই প্রহসন বলে ব্যাখ্যা করেছে রাজ্য নেতৃত্ব। এই মাসের শেষেই রয়েছে বাকি পুরসভাগুলির ভোট। তার আগে আইনজীবী বদলের কৌশল নয়া মাত্রা এনে দিতে পারে।
আরও পড়ুন- WB Civic Polls: জলপাইগুড়িতে মনোনয়নে বাধা, ৭ দিনের মধ্যে রিটার্নিং অফিসারের হলফনামা তলব
মঙ্গলবারই ভোট প্রহসন সংক্রান্ত বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি। তাদের অভিযোগ, রাজ্যে পুরভোটের নামে প্রহসন চলছে। গণতন্ত্র বিপর্যস্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে প্রার্থীদের। আইনের দরজায় বিজেপির আর্জি ভোট সংক্রান্ত মামলার দ্রুত শুনানির প্রয়োজন। তাদের আবেদন অনুযায়ী, আগামিকাল, বুধবার বেলা সাড়ে ১০টায় শুনানির সময় ধার্য করল হাইকোর্ট।