skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeকলকাতাসাত সকালে ভবানীপুরে ফিরহাদ-প্রিয়াঙ্কা, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

সাত সকালে ভবানীপুরে ফিরহাদ-প্রিয়াঙ্কা, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

Follow Us :

কলকাতা: সাত সকালে ভবানীপুরে ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নামলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ও বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। ভবানীপুর উপনির্বাচনের প্রচারে প্রথম থেকেই জোরকদমে প্রচার করে এসেছেন ফিরহাদ। বৃহস্পতিবার তৃণমূল নেত্রীর কেন্দ্রে ভোটারদের বুথ অভিমুখী করে তুলতেই সাত সকালে রাস্তায় নেমে পড়েন কলকাতার পুর প্রশাসক।

ফিরহাদের মতোই ভোর হতেই ভবানীপুরের রাস্তায় নেমে পড়েন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। সাত সকালে বেরিয়েই প্রথমে যান ভবানীপুর কলেজে। সেখানে গিয়ে বুথে থাকা ভোট কর্মীদের আশ্বস্ত করেন তিনি। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৭০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথ ও আশেপাশের এলাকার বিভিন্ন ওয়ার্ডের সমস্ত বুথ গুলিতে একাধিক গাড়ি ও লোকজন নিয়ে ঘোরেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তারপর ভবানীপুরের ১২৬ নম্বর বুথ জ্যামের অভিযোগ তোলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী।

পাশাপাশি প্রিয়াঙ্কার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে তৃণমূল। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে এমন অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ কুমার।

এমন পরিস্থিতিতে চেতলা গার্লস হাইস্কুলে ভোট পরিদর্শনে আসেন কেন্দ্রীয় পর্যবেক্ষক। সকাল থেকে শুরু হওয়া ভোট প্রক্রিয়া এখনও পর্যন্ত শান্তিপূর্ণ বলেই দাবি করেন তিনি।  কমিশন সূত্রের খবর  সকাল ৯ টা পর্যন্ত ভবানীপুর কেন্দ্রে ভোট পড়েছে ৭.৫৭ শতাংশ।   ভোট দিলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়াও। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের হার শিকার করেন নি। তাই এই উপনির্বাচনের প্রয়োজন হল বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও  অসন্তোষ প্রকাশ করেন এই প্রবীন বিজেপি নেতা।

RELATED ARTICLES

Most Popular