Tuesday, August 5, 2025
HomeকলকাতাKolkata HC BJP: কাঁথির ভোটে সন্ত্রাসের অভিযোগ, হাইকোর্টে মামলা বিজেপির

Kolkata HC BJP: কাঁথির ভোটে সন্ত্রাসের অভিযোগ, হাইকোর্টে মামলা বিজেপির

Follow Us :

কলকাতা: রাজ্যের ১০৮ পুরসভার ভোটে (Municipal Election 2022) ব্যাপক বেনিয়মের অভিযোগ তুলছে বিজেপি। সোমবার কাঁথি পুরসভা ভোটে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের (Post Poll Violance) অভিযোগ তুলে হাইকোর্টের (Kolkata High Court) দারস্থ হল বিজেপি।  জরুরি ভিত্তিতে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপের আবেদন বিজেপি প্রার্থীদের। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার অনুমতি দেওয়া হয়। মঙ্গলবার মামলাটির শুনানি। জানিয়েছেন প্রধান বিচারপতি রাজাশেখর মান্থা।

রবিবার কাঁথির ৩টি ওয়ার্ডে ধস্তাধস্তির খবর মেলে। শিশির পুত্র সৌমেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভও দেখান তৃণমূলকর্মীরা। হাতাহাতি হয় কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমেন্দুর নিরাপত্তারক্ষীদের সঙ্গে। মুহূর্তেই রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা।পুলিসের লাঠিচার্জে আহত হন ৫ জন। নির্বাচন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটানোর অভিযোগে পুলিস বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীকে আটক করে। শুধু এই ৩ টি ওয়ার্ড নয়। বাকি ওয়ার্ডগুলিতেও অশান্তির ছবি ধরা পড়ে।

ভোট চলাকালীন সেই অনাস্থা থেকেই ক্ষোভ উগরে দিয়েছিলেন শমীক ভট্টাচার্য। সোমবার সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, ‘সাধারণ মানুষ ভোট দেন। এটি তাদের গণতান্ত্রিক অধিকার। সেটাও প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না। এটা কোনও সুস্থ গণতান্ত্রিক পরিবেশ হতে পারে না। এটা ভোটের নামে প্রহসন। অবিলম্বে এই ভোট বন্ধ করা উচিত।’ এই মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই হাইকোর্টে ভোটে হিংসার অভিযোগে জনস্বার্থ মামলা করল বিজেপি ।

আরও পড়ুন Suvendu Adhikari: পঞ্চায়েতের আগে হিন্দু গ্রামে দুর্গাবাহিনী গড়ার ডাক, ব্যালট বাক্স পুকুরে ফেলার নিদান শুভেন্দুর

রাজ্যের ১০৮ পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে বড়সড় ধাক্কা খেয়েছে বিজেপি। কারণ দেশের শীর্ষ আদালত রাজ্য পুলিসের উপরেই ভরসা রেখেছে। কিন্তু প্রথম থেকেই বিজেপির অনাস্থা ছিল রাজ্যপুলিসের উপর।

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39