Saturday, August 16, 2025
HomeScrollশুক্রবার সন্দেশখালি যাচ্ছেন বিজেপির জাতীয় সভাপতি নাড্ডা, সঙ্গী ৫ সাংসদ
Sandeshkhali Incident

শুক্রবার সন্দেশখালি যাচ্ছেন বিজেপির জাতীয় সভাপতি নাড্ডা, সঙ্গী ৫ সাংসদ

বিজেপি টানা আন্দোলন চালিয়ে যেতে চায় ভোট পর্যন্ত

Follow Us :

কলকাতা: সন্দেশখালি নিয়ে বিজেপি টানা আন্দোলন চালিয়ে নিয়ে যেতে চায়। গত কয়েক দিন ধরে বিজেপি সন্দেশখালি ইস্যুতে রাস্তাতেই রয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপর পুলিশি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্র যে মুডে বিজেপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী দলে দলে পুলিশ সুপারের অফিস কিংবা থানার সামনে জঙ্গি বিক্ষোভ দেখিয়েছেন, তাতে উল্লসিত দলের কেন্দ্রীয় নেতৃত্ব। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির পরিষদীয় দল ভালো পারফরম্যান্স করছে বলে মনে করছে দলের শীর্ষ নেতৃত্ব। বিশেষ করে এদিন সব জেলায়, সব মহকুমায় বিক্ষোভ ঘিরে কম বেশি গোলমাল হয়েছে। পুলিশের সঙ্গে সর্বত্র দলীয় কর্মীদের সংঘর্ষ হয়েছে। দলের রাজ্য নেতা থেকে শুরু করে সাংসদ, বিধায়ক যে ভাবে পেরেছেন, সে ভাবে পথে নেমেছেন। রাজ্য বিজেপির এক নেতা বলেন, বহুদিন পর দলের নেতা-কর্মীদের এমন স্বতঃস্ফূর্ত মুডে রাস্তায় দেখা গেল। লোকসভা ভোটের মুখে এটা আমাদের বড় কৃতিত্ব।

বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু যখন সন্দেশখালিতে ঢুকতে না পেরে ছয় কিমি দূরে সরবেড়িয়ায় প্রায় দুই ঘণ্টা রাস্তায় বসে, তখন রাজ্যের প্রায় সব জেলায় পুলিশ সুপারের অফিসের সামনে দলীয় কর্মীদের বিক্ষোভ চলেছে। গতকাল রাত থেকে বিজেপির রাজ্য সভাপতি কলকাতার হাসপাতালে ভর্তি। মঙ্গলবার থেকে তিনি সন্দেশখালিতে ঢোকার চেষ্টা করেছেন। মঙ্গলবার প্রায় সারা রাত তিনি বসিরহাটের পুলিশ সুপারের অফিসের সামনে বসেছিলেন। ভোরে তাঁকে এবং তাঁর সঙ্গীদের গ্রেফতার করে একটি হোটেলে রাখা হয়। বুধবার দিনভর তিনি পুলিশকে নাকানিচোবানি খাইয়ে ছেড়েছেন।

আরও পড়ুন: এবার পঞ্জাব সফরে মমতা, আপ নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

তৃণমূল অবশ্য শুভেন্দু এবং সুকান্তর কর্মসূচিকে নাটক বলে হাল্কা করতে চেয়েছে। শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সুকান্ত এবং শুভেন্দু কে কত বড় নেতা, তা দেখানোর জন্য নাটকবাজি করছেন। তাঁদের এই নাটক রাজ্যবাসী ধরে ফেলেছে। এদিন বিধানসভায় সন্দেশখালির ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। শাসকদলের অন্য নেতারা সন্দেশখালি-কাণ্ডে বিজেপি এবং সিপিএমকে এক ব্র্যাকেটে ফেললেও মুখ্যমন্ত্রী তা করেননি। তিনি স্বীকার করেছেন, সন্দেশখালিতে আরএসএসের ভালোমতো প্রভাব রয়েছে। এটাকে প্রকারান্তরে তাদের পক্ষে মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট বলেই মনে করছে বিজেপি।

এই আবহে আগামিকাল শুক্রবার সন্দেশখালি যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক জে পি নাড্ডা। তাঁর সঙ্গে থাকবেন দলের আরও পাঁচ সাংসদ। তাঁদের মধ্যে চারজনই মহিলা। শুভেন্দু এদিন আবারও হুমকি দিয়েছেন, তিনি ফের সন্দেশখালিতে ঢুকবেন আদালতের অনুমতি নিয়ে। বুধবার শাসকদলের মন্ত্রী শশী পাঁজা হুমকি দিয়েছিলেন, জাতীয় তফসিলি কমিশনকে ঢুকতে দেওয়া হবে না। রাজ্য প্রশাসন তাদের ঢুকতে দেবে না। তিনি বলেন, খবরদার, আপনারা আসবেন না। সাহস থাকলে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে যান। শান্ত বাংলাকে অশান্ত করবেন না। কিন্তু মন্ত্রীর হুমকি অগ্রাহ্য করেই এদিন জাতীয় তফসিলি কমিশনের সাত সদস্য সন্দেশখালিতে ঘুরে বেড়িয়েছেন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Trump | ভারতের পাশে পশ্চিমী সংবাদমাধ্যম, ট্রাম্পের বিরুদ্ধে সুর চড়ালেন ফরিদ জাকারিয়া, কী বললেন তিনি?
00:00
Video thumbnail
Donald Trump | পুতিনের সঙ্গে বৈঠক সেরেই জেলেনস্কিকে ফোন ট্রাম্পের, কী কথা হল? দেখুন স্পেশাল রিপোর্ট
00:00
Video thumbnail
Donald Trump-Vladimir Putin | আলাস্কার শীর্ষ বৈঠকে ট্রাম্প-পুতিন, কী কী বিষয়ে আলোচনা?
08:03:15
Video thumbnail
RG Kar Incident | আরজি কর কাণ্ডে রাজ্যের মুখ্যসচিবকে ইমেল রাষ্ট্রপতির সচিবালয়ের, কারণ কী?
04:14
Video thumbnail
AIIMS Kalyani | কল্যানী এইমসে সিঙ্গুরের নার্সের ম/য়নাত/দন্তে আ/ত্মহ/ত্যা/র ইঙ্গিত
07:12
Video thumbnail
Trump | জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পুতিনের, জট খুলতে চলেছে রাশিয়া-ইউক্রেন যু/দ্ধের?
04:50:06
Video thumbnail
The Bengal Files | 'দ্য বেঙ্গল ফাইলস' ট্রেলার লঞ্চ নিয়ে বি/ত/র্ক, কী বলছেন পরিচালক? দেখুন এই ভিডিও
08:59
Video thumbnail
Donald Trump | ভারতের পাশে পশ্চিমী সংবাদমাধ্যম, ট্রাম্পের বিরুদ্ধে সুর চ/ড়ালেন ফরিদ জাকারিয়া
06:58
Video thumbnail
Malaika Arora | ব্ল্যাক ব্যকলেস ড্রেসে 'সুইট সিক্সটিন' মালাইকা
01:17
Video thumbnail
DEV | রঘু ডাকাতের পোস্টারে চমক
01:03