বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ দম দম ক্যান্টনমেন্ট এলাকার গোড়াবাজারে বিশিষ্ট সমাজসেবী ও প্রোমোটারকে লক্ষ্য করে বোমা মারে দুষ্কৃতকারীরা। অল্পের জন্য রক্ষা পান প্রমোটার দুলাল দেব( ৫৫)। তিনি যখন অফিসেছিলেন, সেই সময় ৩ জন অল্প বয়সী ছেলে তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে। কিন্তু অল্পের জন্য সেটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং প্রাণে বেঁচে যান দুলাল দেব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানায় ভারপ্রাপ্ত অফিসার ও ব্যারাকপুর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। এলাকায় উত্তেজনা রয়েছে। থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ব্যবসায়ীর অফিস। এই ঘটনার পর থেকে সাধারণ মানুষ ভীষণ ভাবে আতঙ্কিত এই বোমাবাজির ঘটনায়।
Html code here! Replace this with any non empty text and that's it.