Saturday, August 16, 2025
HomeকলকাতাCalcutta High Court: ক্যানসার আক্রান্ত সোমার চিকিৎসার দায়িত্ব নিতে সরকারকে পরামর্শ আদালতের

Calcutta High Court: ক্যানসার আক্রান্ত সোমার চিকিৎসার দায়িত্ব নিতে সরকারকে পরামর্শ আদালতের

Follow Us :

কলকাতা: ব্লাড ক্যান্সারে আক্রান্ত এসএলএসটি চাকরিপ্রার্থী সোমা দাসের চিকিৎসার ভার নিতে রাজ্য সরকারকে পরামর্শ হাইকোর্টের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমবার এই মামলার রায় দিতে গিয়ে বলেন, আবেদনকারীর চিকিৎসার জন্য বিপুল খরচ হচ্ছে। শিক্ষা দফতর যেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে। মানবিকতার খাতিরে তাঁকে চাকরি দেওয়া যায় কি না সেটাও দেখুক শিক্ষা দফতর।

আদালতের আরও নির্দেশ, এসএসসির চাকরিতে যে বেনিয়মের অভিযোগ উঠেছে সে ব্যাপারে শিক্ষাসচিব এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে দু’সপ্তাহের মধ্যে আদালতে হলফনামা জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি ১৭ মে।

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সংবাদমাধ্যমে ব্লাড ক্যান্সারে আক্রান্ত সোমা দাসের খবর দেখেই আমি তাঁকে ডেকে পাঠিয়েছিলাম। সোমা জানিয়েছিলেন, তিনি কোনও মানবিকতা চান না। লড়াই করতে চান। শিক্ষকের চাকরি করেই তিনি অন্য সকলের হয়ে প্রতিবাদ জারি রাখতে চান।আদালত তাঁকে অন্য চাকরিরও প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব সোমা ফিরিয়ে দেন। বিচারপতি জানান, তিনি স্বতঃপ্রণোদিত হয়ে এ ব্যাপারে মামলা করেন।

এদিন আদালতে হাজির ছিলেন সোমা। বিচারপতি তাঁর কাছে জানতে চান, গান্ধী মূর্তির পাদদেশে এসে কেউ কি চাকরির আশ্বাস দিয়েছিলেন? সোমা জানান, ২০১৯ সালের ২৭ মার্চ মুখ্যমন্ত্রীর তৎকালীন শিক্ষামন্ত্রীকে তাঁদের ধর্নাস্থলে পাঠিয়েছিলেন। শিক্ষামন্ত্রী সরকার এবং আন্দোলনকারীদের নিয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করার কথা বলেন। পরের দিনই ওই কমিটি গঠিত হয়। সোমার দাবি, কমিটির সদস্যদের পরিবারের অনেকের চাকরি হয়। আদালতে সোমা সেই চাকরিপ্রাপকদের নামও জানান।

আরও পড়ুন- Calcutta High Court: সোমবারও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট আইনজীবীদের একাংশের

এই প্রসঙ্গেই সোমার বক্তব্যে উঠে আসে এসএসসির উপদেষ্টা কমিটির সদস্য শান্তিপ্রসাদ সিনহা, অলোক সরকারদের নাম।এদিন আইনজীবীদের একাংশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট করায় কোনও সরকারি আইনজীবী হাজির ছিলেন না। পরে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে দু’সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Russia-America | আমেরিকার সঙ্গে ২০% ব্যবসা বেড়েছে রাশিয়ার, পুতিনের মন্তব্যে কা/ঠগড়ায় ট্রাম্প
05:09
Video thumbnail
Congress | দেশ ভাগের জন্য করা দায়ী? NCERT-র সর্বশেষ মডিউল নিয়ে বি/ত/র্ক গোটা দেশে
03:18
Video thumbnail
India-Russia | Trump | পুতিনে জ/ব্দ ট্রাম্প, সিদ্ধান্ত হীনতায় থমথমে মুখ ট্রাম্পের, আর কী হল?
04:55
Video thumbnail
India-Russia | Trump | বৈঠকে ট্রাম্পকে মাত পুতিনের, রাশিয়ায় অনড় দিল্লি, দেবে ডিভিডেন্ড?
10:40
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | মোদির 'ভিশন ডেমোগ্রাফি'
49:20
Video thumbnail
Tarak Bhola Mandir | ৮৩ তম জন্মাষ্টমী তারকভোলা মন্দিরে, বরাহনগরের তারকভোলা মন্দিরে উৎসবের মেজাজ
01:07
Video thumbnail
India-Russia | ভারতকে প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস রাশিয়ার, ভারতের স্বাধীনতা দিবসে বার্তা পুতিনের
08:56
Video thumbnail
Australia | অস্ট্রেলিয়ায় স্বাধীনতা দিবস পালনে বাধা খ/লি/স্তান প/ন্থীদের, দেখুন কী অবস্থা
06:01
Video thumbnail
India-China|মোদির সফরের আগেই ভারতে আসছেন চীনের বিদেশমন্ত্রী, বদলাচ্ছে প্রেক্ষাপট, বিরাট চাপে আমেরিকা
04:28
Video thumbnail
Trump-Putin | Modi | ট্রাম্প-পুতিনের শীর্ষ বৈঠককে স্বাগত জানাল ভারত, কীসের ইঙ্গিত?
05:19