কলকাতা: আমানতকারীদের অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কী করে টাকা ঢুকল এবং তুহিন দে ও নির্মাল্য চৌধুরী নামের দুই ব্যক্তি কী ভাবে রোজ ভ্যালির (Rose Valley) হোটেল ব্যবসায় যুক্ত হলেন, সেই ব্যাপারে সিবিআইকে (CBI) প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ২১ অগাস্ট প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট সিবিআইকে দিতে হবে হাইকোর্টে। এমনটাই নির্দেশ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের।
আরও পড়ুন: বিশ্বভারতীতে পালিত হচ্ছে রবীন্দ্রনাথের ৮৪তম মৃত্যুবার্ষিকী
আদালতের আরও নির্দেশ, বিচারপতি দিলীপ শেঠ কমিটিকে (Dilip Seth Committee) নতুন করে হলফনামা দিয়ে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে হবে। এদিন আমানতকারীদের তরফে নথি দিয়ে দেখানো হয়, ৩০ জুন আমানতকারীদের অ্যাকাউন্ট থেকে এক কোটি ৮৮ লক্ষ টাকা এডিসি কমিটির অ্যাকাউন্টে জমা পড়ে। আবার ওই একই দিনে কমিটির অ্যাকাউন্ট থেকে দু’ কোটি ৫৪ লক্ষ টাকা ট্রান্সফার হয় চেয়ারম্যান দিলীপ শেঠের অ্যাকাউন্টে। আদালতের মন্তব্য, সিবিআই রিপোর্ট পাওয়ার পর আদালত পরবর্তী পদক্ষেপ করবে।
দেখুন অন্য খবর: