Thursday, August 14, 2025
HomeকলকাতাCalcutta University Exam: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অফলাইনেই, নির্দেশ হাইকোর্টের

Calcutta University Exam: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অফলাইনেই, নির্দেশ হাইকোর্টের

Follow Us :

কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অফলাইনেই হবে। নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। এর আগে সিঙ্গেল বেঞ্চও অফলাইন পরীক্ষার পক্ষেই রায় দেয়। তার পর পড়ুয়ারা ডিভিশন বেঞ্চে আবেদন জানান। মঙ্গলবার বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে রায়কে বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।

আদালতের নির্দেশ, পরীক্ষা নিয়ে কোনও অভিযোগ থাকলে, তা পরীক্ষা নিয়ামককে জানাতে হবে। আবেদনকারীদের অভিযোগ ছিল, প্রায় ৬ মাস কোনও ক্লাসই হয়নি। সে কারণে সিলেবাস শেষ হয়নি। তাই অনলাইনে পরীক্ষা নেওয়া হোক। যদিও হাইকোর্ট জানিয়ে দিয়েছে, পরীক্ষা অফলাইনেই হবে। এই বিষয়ে পরীক্ষা নিয়ামকের কাছে আবেদন জানানো যাবে।

এছাড়াও অফলাইন পরীক্ষা নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়ে ছিল। সেই মামলাতে একই রায় দিয়েছিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার পরেই শুরু হয় পড়ুয়া বিক্ষোভ। অনলাইন পরীক্ষার দাবিতে আদালতে যান পড়ুয়ারা।

আরও পড়ুন: Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়িতে আগন্তুক, নিরাপত্তার গাফিলতিতে বদল ১৮ রক্ষী

RELATED ARTICLES

Most Popular