কলকাতা: গরুপাচার কাণ্ডে নয়া মোড়। এবার বোলপুরে একটি লটারি এজেন্সির এক ব্যবসায়ী বাপি গঙ্গোপাধ্যায়কে তলব করল সিবিআই। বুধবার কলকাতার নিজাম প্যালেসে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। পাশাপাশি কেষ্ট ঘনিষ্ঠ বোলপুরের প্রোমোটার অতনু মজুমদারকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে সিবিআই। এদিন তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গতবছর ৭ ডিসেম্বরে অনুব্রত মণ্ডল ডিয়ার লটারিতে এক কোটি টাকা জেতেন। তবে সিবিআইয়ের দাবি, ওই লটারি সংস্থার ১ কোটি টাকা প্রাইজ পাওয়া টিকিটটি কেটেছিল বোলপুরের একজন বাসিন্দা। সেই টিকিট বাপি গঙ্গোপাধ্যায়ের মধ্যস্থতায় অনুব্রত মণ্ডল কিনে নেয়। এই টিকিট কিনে গরু পাচারের কালো টাকা সাদা করা হয়েছিল বলে এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। সেই কারণেই বোলপুরে ওই লটারি এজেন্সির দোকানের মালিক বাপিকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।
আরও পড়ুন:Supreme Court: মামলার শুনানিতে কেন দেরি? কৈফিয়ত তলব প্রধান বিচারপতির
অন্যদিকে, আজই ইডি দফতরে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। বুধবার তিনি দিল্লিতে প্রবর্তন ভবনে ইডির সদর দফতরে যান। ইতিমধ্যে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব। মঙ্গলবারই তিনি অণ্ডাল থেকে বিমানে দিল্লি গিয়েছেন। একই সঙ্গে এদিন দিল্লিতে হাজিরা দেওয়ার কথা অনুব্রতর হিসাপরক্ষক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারির। হাজির দেবেন অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য। কলকাতায় নিজাম প্যালেসে তলব করা হয়েছে অনুব্রতর আর এক ঘনিষ্ঠ শিক্ষা ব্যবসায়ী মলয় পিটকেও।