ওয়েবডেস্ক- উত্তরবঙ্গের দুর্যোগ (Disaster North Bengal) পরিস্থিতি নিয়ে সতর্ক নবান্ন (Nabanna)। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিবকে (North Bengal Development Department, Secretary) পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখার নির্দেশ। উত্তরবঙ্গ উন্নয়ন দফরের সচিবকে এই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। তিস্তা ব্যারেজ (Teesta Barrage) থেকে জল ছাড়ার দরুণ ইতিমধ্যেই তিস্তা অধ্যুষিত নিচু এলাকাগুলি প্লাবিত হতে শুরু করেছে। মেখলিগঞ্জ, ক্রান্তি, সালুগোড়া থেকে ইতিমধ্যেই একাধিক বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। প্রয়োজনীয় আরও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ মুখ্য সচিবের।
শনিবার থেকে সোমবার পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার জেলাশাসকদের সতর্ক করলেন মুখ্য সচিব।
তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার দরুন ইতিমধ্যেই তিস্তা অধ্যুষিত নিচু এলাকাগুলি প্লাবিত হতে শুরু করেছে। অপরদিকে টানা বৃষ্টিতে ধস নেমেছে সিকিমে। নর্থ সিকিমের আপার ডোংজুতে ধসের কারণে উদ্বেগ বাড়ছে। সিকিমের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পাহাড়িগ্রামগুলি। সংযোগকারী ঝুলন্ত সেতুর মুখে ধস নেমে বিপদ বাড়িয়েছে।
আরও পড়ুন- তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় প্লাবিত বহু এলাকা, জারি লাল সতর্কতা
উত্তরবঙ্গে দুর্যোগের ঘনঘটা। এখনই এই বিপদ থেকে পরিত্রাণের কোনও আশার কথা শোনায়নি, আলিপুর আবহাওয়া দফতর। ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rain Alert) পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এখন অতিসক্রিয়। ফলে ৫ আগস্ট পর্যন্ত উত্তরের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা প্রবল। উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং মালদায় আজ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পঙেও। শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ওই দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই পূর্বাভাস দেওয়া হয়েছে রবিবার ও সোমবারের জন্য। ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারও রয়েছে উত্তরের বেশ কয়েকটি জেলায়।
দেখুন আরও খবর-