ওয়েবডেস্ক- কলকাতায় আরজি কর কাণ্ডে (RG Kar Case) নিহত তরুণী চিকিৎসকের (Young female doctor) গয়ায় (Gaya) পিণ্ডদান (Pinaddan) করলেন তাঁর বাবা-মা। ২০২৪ সালের ৯ আগস্ট। কলকাতার আরজিকরে হয়ে গিয়েছিল এক হাড়হিম করা ঘটনা। এই মামলায় এখনও পর্যন্ত সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসেবে আদালতে পেশ করেছে সিবিআই।
এই বিচারে সন্তুষ্ট নয় বলে একাধিক সরব হয়েছেন নির্যাতিতার বাবা মা। তাদের দাবি, একা সঞ্জয় রায় নয়, আরও অনেকে যুক্ত আছে, তাদের আড়াল করা হচ্ছে। তাদের সকলের মৃত্যদণ্ড হওয়া উচিত। এবার গয়ায় গিয়েও মেয়ের পিণ্ডদান করে কেন্দ্র ও রাজ্যে সরকারের সমালোচনায় সরব হলেন তাঁরা। তরুণী চিকিৎসকের বাবা মায়ের ভরসা এবার নীতীশ কুমার (Nitish kumar)। তাঁদের দাবি, নীতীশ কুমার প্রধানমন্ত্রীর উপর চাপ দিলে তবেই ন্যায়বিচার পাওয়া সম্ভব। নিহত চিকিৎসকের বাবা মায়ের অভিযোগ, রাজ্য সরকার সব প্রমাণ নষ্ট করে দিয়েছে। প্রধানমন্ত্রী ও অমিত শাহও পারেননি। এখন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারেই ভরসা রাখছেন তারা। তাদের আরও বক্তব্য, রাজ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। বিহারে (Bihar) নীতীশ কুমার কড়া হাতে রাজ্যের আইনশৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। তাই তাঁর ওপরেই এবার ভরসা করতে চান তারা। তাদের বক্তব্য, বিশ্বাস করি নীতীশ কুমার আমাদের জন্য কিছু করবেন। সেইসঙ্গে ন্যায় বিচারের দাবি জানিয়ে গোটা দেশের সমর্থনের আহ্বান জানান তারা। নির্যাতিতার বাবা মায়ের বক্তব্য, আমার মেয়ের সঙ্গে এই ঘটনা কারা ঘটিয়েছে, সেই সমস্ত অভিযুক্তদের সামনে আনা প্রয়োজন।
আরও পড়ুন- বিহারে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে এবার ট্রাক্টর!
এদিন পিণ্ডদান শেষে শোকে ভেঙে পড়েন মৃতা চিকিৎসকের বাবা -মা। তাঁরা দুজনেই বলেন, ‘যে কাজ মেয়ের আমাদের জন্য করা উচিত ছিল, সেই কাজ আজ আমাদের করতে হচ্ছে। খুব কষ্টের। তবে যে ঘটনা ঘটেছে, তার জন্য সকলের উচিত ন্যায় বিচার দেওয়ার চেষ্টা করা।‘
এদিন মৃতের পরিবার গয়ার বিষ্ণুপদ মন্দির প্রাঙ্গণে অবস্থিত শঙ্করাচার্য মঠে পিণ্ডদানের অনুষ্ঠান করেন। বিষ্ণুপদ গর্ভগৃহ, প্রেতশীলা, অক্ষয়বটে গিয়েও সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন করেন তারা। মেয়ের উদ্দেশে তাদের বক্তব্য, বিশ্বাস করা হয়, গয়ায় পিণ্ড দান করলে প্রয়াত ব্যক্তির মোক্ষলাভ হয়। গয়া সম্পর্কে অনেক বিশ্বাস রয়েছে। সেই বিশ্বাস রেখেই এখানে আসা।
দেখুন আরও খবর-