কলকাতা: শহরে নয়া অপরাধের ফাঁদ। এইবার, হোয়াটসঅ্যাপে টার্গেট আমজনতা। ইতিমধ্যেই লালবাজারে জমা পড়েছে একাধিক অভিযোগ। উদ্বেগে লালবাজার। সোমবার ক্রাইম মিটিংয়ে উদ্বেগ প্রকাশ করেন নগরপাল। সুত্রের খবর গোয়েন্দা প্রধান বলেন, হোয়াটসঅ্যাপ হ্যাকিং সংক্রান্ত কোনও রকম অভিযোগ এলে তা অবিলম্বে লালবাজারকে ফরোয়ার্ড করতে।
আরও পড়ুন- ভুয়ো কিউ আর কোড বানিয়ে জালিয়াতি, বাঁকুড়ায় ই-ওয়ালেট জালিয়াতি কাণ্ডে নতুন মোড়
হোয়াটসঅ্যাপ, অন্যান্য অ্যাপ্লিকেশনের তুলনায় ইউজার ফ্রেন্ডলি এবং তুলনামূলকভাবে নিরাপদ বলেই জানেন ব্যবহারকারীরা। তবে, এখন উদ্বেগ বাড়াচ্ছে এই অ্যাপ্লিকেশন। একাধিক অভিযোগ দায়ের হচ্ছে লালবাজারে।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে লালবাজারের সাইবার ব্র্যাঞ্চ। তদন্তে নেমে হতবাক গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারীরা জানিয়েছেন তাঁদের ফোনের হোয়াটসঅ্যাপের ব্যবহার করা হচ্ছে অন্যত্র। অথচ তাঁরা গুনাক্ষরেও টের পাচ্ছেন না। পরে হোয়াটসঅ্যাপ খুললে জানতে পারছেন, বহু মানুষের কাছে হোয়াটসঅ্যাপ থেকে কল এবং মেসেজ করা হয়েছে। যেগুলি ওই সংশ্লিষ্ট ব্যবহারকারী করেননি।
আরও পড়ুন- বীরভূমে গ্রেফতার ভুয়ো মহিলা আইপিএস অফিসার
তবে, মেসেজে হুমকি, টাকা পাঠানো বা অশ্লীল কোন কথাবার্তা বলার অভিযোগ আসেনি। বা পরে সেই সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে র্যাগিং করার কোন অভিযোগও নেই। এইবার প্রশ্ন উঠছে তাহলে হ্যাকারদের উদ্দেশ্য কি? কেন টার্গেট করছে সাধারণ মানুষকে ? ধন্দে পুলিশ।
ইতিমধ্যেই সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে, হোয়াটসঅ্যাপ হ্যাক করা হচ্ছে, নাকি কোন থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্যে ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে দুষ্কৃতীরা।
এক তদন্তকারী আধিকারিক বলেন, অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপে অনেক রকম লিংক আসে ভুল করে সেই লিঙ্ক ক্লিক করে দিলেই ফোনের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে। আবার কখনও হোয়াটসঅ্যাপে ওটিপি জেনে নিয়েও মিসইউজ করে দুষ্কৃতীরা। আবার metasploit fire fox এর মাধ্যমে একই নেটওয়ার্কে সংযুক্ত থাকা একাধিক হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকাররা।
আরও পড়ুন- টালিগঞ্জে পুলিশের হাতে পাকড়াও ‘পুলিশ’
তবে এ ক্ষেত্রে ঠিক কি পদ্ধতি অবলম্বন করেছেন হ্যাকাররা এখনো নিশ্চিত নয় গোয়েন্দারা। লালবাজারের এক কর্তা জানান তদন্ত শুরু করা হয়েছে। দ্রুত তা সমাধানও হবে বলে আশাবাদী। তবে, সাধারণ মানুষকে অনেক বেশি সচেতন থাকতে হবে। ফোনে যে কোন লিংক এলেই তা ক্লিক করলে বাড়তে পারে বিপদ। সতর্ক থাকতে হবে এন্ড্রোয়েড ইউজারদের। ফোনে যেকোনও অ্যাপ ডাউনলোড করতে মানা করছেন বিশেষজ্ঞরা। বা কোন অ্যাপ ডাউনলোড করলে, যখন সেই অ্যাপ ফোনের ক্যামেরা থেকে আরম্ভ করে লোকেশনর এক্সেস চাইবে তা ভালো করে পড়ার পরেই ওকে অপশন ক্লিক করতেও বলা হচ্ছে। নিজেরা সচেতন থাকলে তবেই হ্যাকারদের থেকে বাঁচা সম্ভব বলে জানিয়েছেন গোয়েন্দারা।