Friday, August 1, 2025
HomeCurrent Newsপুজোয় উস্কানিমূলক কাজের আশঙ্কা, উদ্যোক্তাদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

পুজোয় উস্কানিমূলক কাজের আশঙ্কা, উদ্যোক্তাদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

Follow Us :

কলকাতা : দুর্গাপুজোয় বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে উস্কানিমূলক কাজের আশঙ্কা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আশঙ্কা করে উস্কানিমূলক কাজ আটকাতে পুজো উদ্যোক্তাদের সতর্ক থাকতে বললেন তিনি।

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল কলকাতা পুলিশ আয়োজিত পুজো সমন্বয় বৈঠক। এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান,’বাংলার দুর্গোৎসব কে কেন্দ্র করে প্রায় ৩২ হাজার কোটি টাকারও বেশি ব্যবসা হয়। লক্ষ লক্ষ দর্শনার্থীর সমাগম হয় কলকাতায়। বাংলার দুর্গোৎসবকে আমি বিশ্বের সেরা উৎসব বলেই মনে করি। ইউনেসকোকে আবেদন করেছি, তারা যেন বাংলার দুর্গোৎসবকে বিশ্বের হিউম্যানিটি গ্লোবাল ফেস্টিভাল হিসেবে স্বীকৃতি দেয়।’

আরও পড়ুন- পুজোর চার দিনও নাইট কার্ফু? পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত: মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপি এবং আরএসএস কে ইঙ্গিত করে জানান,’তা সত্ত্বেও কেউ কেউ বাংলার সেরা দুর্গোৎসবকে নষ্ট করতে চাইছে। উৎসব এর মাঝেই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উস্কানিমূলক কাজকর্ম চালাতে পারে তারা। তা আটকাতে ক্লাবগুলোকে সতর্ক হয়ে নজর রাখতে হবে।’ রাজ্য ও কলকাতা পুলিশ যেমন এ বিষয়ে সতর্ক হয়ে কাজ করছে তেমন করবে। পাশাপাশি ক্লাব গুলি কেউ নজর রাখতে বলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন – ভোট ঘোষণা হতেই ‘নাচছে’ এজেন্সি, পিছনে মোদি-শাহ: মমতা

কয়েক বছর আগে থেকে এই বিষয়ে আশঙ্কা করে আসছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে রাজনৈতিক গত ভাবে বাংলার দিকে বিজেপি এবং আর এস এস এসের নজর পড়ার পর থেকে দুর্গাপূজা বাংলায় অশান্তির আশঙ্কা করছেন তিনি। সেই কারণে কয়েক বছর ধরেই পুজোর আগে পুলিশের সমন্বয় বৈঠকে এ বিষয়ে সতর্ক থাকতে বলে আসছেন মুখ্যমন্ত্রী। এদিনও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কথা জানালেন তিনি।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39