Sunday, August 3, 2025
HomeCurrent NewsFirhad Hakim: সব সময় মানুষের পাশে থাকব, মেয়র হয়েই শপথ ফিরহাদের

Firhad Hakim: সব সময় মানুষের পাশে থাকব, মেয়র হয়েই শপথ ফিরহাদের

Follow Us :

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতার প্রত্যাশা পূরণে ‘যখন ডাকি তখন পাই’ মন্ত্রে কাজ করতে চান কলকাতার মেয়র (Mayor of Kolkata)  ফিরহাদ হাকিম৷ মঙ্গলবার শপথ নেওয়ার পর তাঁর পারিষদ, কাউন্সিলরদেরও একই মন্ত্রে উদ্বুদ্ধ করেন তিনি৷ যাতে তাঁর নেতৃত্বের বোর্ডকে যেন সর্বকালের সেরা পুরবোর্ড বলতে পারে শহরবাসী৷ এ দিন ফিরহাদের সঙ্গে কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় ও ডেপুটি মেয়র অতীন ঘোষ-রা শপথ নেন৷ অন্যান্য মেয়র পারিষদরাও একে একে শপথ নেন৷

ফিরহাদ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রত্যাশা নিয়ে পুরবোর্ড মনোনীত করেছেন। তাই আমাদের একটাই শপথ, মানুষের সেবা করতে হবে। কলকাতাকে বিশ্বের সেরা শহরে পরিণত করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাশা পূরণ করতে হবে। যাতে এই বোর্ড দেখিয়ে কলকাতার মানুষ বলেন, এটাই সর্বকালের সেরা পুরবোর্ড।’

এ দিন দ্বিতীয়বার কলকাতার মেয়র হিসাবে শপথ নেন ফিরহাদ হাকিম। পুরসভার লনেই খোলা আকাশের নিচে শহরের বিশিষ্টদের উপস্থিতিতে ৩৮তম মেয়র হিসাবে তিনি৷ এর আগে ৫২ জন মেয়র-ই হয় কাউন্সিল চেম্বার নয়তো টাউন হলে শপথ নিয়েছেন। কিন্তু এই প্রথমবার পুরসভার লনে মেয়র-মেয়র পারিষদদের শপথ গ্রহণ অনুষ্ঠান৷

এ দিনের অনুষ্ঠানে কলকাতার শেরিফ মণিশংকর মুখোপাধ্যায়,কবি জয় গোস্বামী, শুভাপ্রসন্ন, নচিকেতা, অভিনেতা দেব ও ডাঃ কুণাল সরকারদের মতো বিশিষ্টরা আমন্ত্রিত ছিলেন৷ সব মিলিয়ে ১৭৪ জন বিশিষ্টজন আমন্ত্রিত ছিলেন৷  

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39