কলকাতা: প্রোমোটারি নিয়ে বিবাদের জেরে উত্তপ্ত (Firing in Kolkata) দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকা। সাতসকালে গুলিও (Firing) চলল দক্ষিণ আনন্দপল্লির তেঁতুলতলার এলাকায়। কয়েকজন আহত হয়েছেন বলে খবর। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশ (Firing in Kolkata)। আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছেন তদন্তকারীরা।
স্থানীয় সূত্রে খবর, সিন্ডিকেট নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। আহত এবং অভিযুক্ত, দুই পক্ষই ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। শুক্রবার ভোরে বালি ফেলতে আসার সময় দু’পক্ষ বিবাদে জড়ায়। গুলি চলার আগে তাদের মধ্যে মারামারি হয়। বেশ কয়েকজন আহত হয়েছেন। ভিক্টর ও তাঁর সঙ্গী পিস্তল থেকে গুলি চালায়।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভিক্টর ও তাঁর এক সঙ্গী মিলে পঙ্কজ সাহা এবং অভিজিৎ মল্লিককে লক্ষ করে গুলি চালায়। তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান স্থানীয় বাসিন্দারা। দুজনেই ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন।
আরও পড়ুন: মহালয়ার আগের রাতে কলকাতায় প্রোমোটারকে গুলি