কলকাতা: ভুয়ো পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার কলকাতা দফতরের তিন অফিসার-সহ চার জন। গত ২১ অক্টোবর সিকিমের গ্যাংটকে চার জনকে আদালতে পেশ করা হয়েছিল। গ্যাংটকের আদালত তাদের ২৫ অক্টোবর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, পাসপোর্ট জালিয়াতির মামলায় গ্রেফতার করা হয়েছে ওই চার জনকে। ভুয়ো পাসপোর্ট সংক্রান্ত একটি তদন্তে নেমে কয়েকদিন আগেই রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থ। পাশাপাশি ,তল্লাশি চালানো হয়েছিল সিকিমেও। দুই রাজ্য মিলিয়ে মোট ৫০টি জায়গায় তল্লাশি চালানো হয়, যার মধ্যে কলকাতায় রুবি এলাকার পাসপোর্ট অফিস এবং ব্রাবোর্ন রোডের রিজিয়োনাল পাসপোর্ট অফিস ছিল। মোট ২৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। সম্প্রতি গ্রেফতার হওয়া ওই চার জনের নামও রয়েছে সেখানে।