skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent NewsKolkata Police: পরিবেশ দিবসে উপহার, শহরে ১৭টি নতুন ব্যাটারি চালিত গাড়ি

Kolkata Police: পরিবেশ দিবসে উপহার, শহরে ১৭টি নতুন ব্যাটারি চালিত গাড়ি

Follow Us :

কলকাতা: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতা পুলিসের বিশেষ উদ্যোগ। ১৫ বছরের পুরনো কলকাতা পুলিসের সব গাড়ি বদলে ফেলা হচ্ছে। তার সঙ্গে শহরের রাস্তায় আর পেট্রল ডিজেল চালিত গাড়ি নয় এবার নিয়ে আসা হচ্ছে ইলেকট্রিক গাড়ি। প্রায় ২৫৬ টি নতুন গাড়ি বা ব্যাটারিচালিত গাড়ি চালানো হবে কলকাতা পুলিসের তরফে।প্রাথমিকভাবে ১৭ টি গাড়ি আজ থেকেই শহরের রাস্তায় চালানো হবে বলে জানিয়েছেন কর্তারা।

কলকাতা পুলিসের পক্ষ থেকে আজ গাড়িগুলি ফ্ল্যাশ করা হয় ময়দান টেন্টের  সামনে থেকে। এই উদ্যোগে সামিল হয়েছিলেন কলকাতা পুলিসের নগরপাল বিনীত কুমার গোয়েল, সাংসদ ও অভিনেতা দীপক অধিকারী এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

অন্যদিকে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতা পুরসভার ৯ নং ফ্লোর উদ্যোগে সকালে শুরু হয় পরিবেশ সচেতনতা দিবস অনুষ্ঠান। আনুষ্ঠানিক সূচনা করেন কলকাতার মেয়র তথা ৮২ নং ওয়ার্ডের পুর প্রতিনিধি ফিরহাদ হাকিম। ওই  অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মালা রায়, দেবাশীষ কুমার, বরো ৯ এর চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস ও অন্যান্য পুর প্রতিনিধিরা।

 

আরও পড়ুন Kashmir Files: উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে ‘কাশ্মীর ফাইলস ২’ ছবি বানাবেন অনুপমরা? কটাক্ষ শিবসেনার

RELATED ARTICLES

Most Popular