কলকাতা: রোজভ্যালি এবং সারদাকাণ্ডে একটি করে মামলায় জামিন পেলেন দুই অন্যতম অভিযুক্ত গৌতম কুণ্ডু এবং সুদীপ্ত সেন (Goutam Kundu and Sudipta Sen get bail in money laundering case)। দীর্ঘ সাত বছর পর ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন। যেহেতু তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তাই এখনই জেল-মুক্তি হচ্ছে না দু’জনকে ৷
বুধবার ইডির বিশেষ আদালতে গৌতম কুণ্ডু এবং সুদীপ্ত সেনের জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই রোজভ্যালি-সারদা কাণ্ডের দুই অন্যতম অভিযুক্তের আইনজীবীরা তাঁদের মক্কেলদের হয়ে জামিনের ব্যাপারে জোরাল সওয়াল করেন ৷
গৌতম-সুদীপ্তর আইনজীবীদের দাবি ছিল, এই মামলায় সর্বোচ্চ সাজা সাত বছর পর্যন্ত ৷ কিন্তু তাঁদের মক্কেলরা ইতিমধ্যেই হাজতবাসে সেই সময়সীমা পার করে ফেলেছেন ৷ সুতরাং, সিআরপিসি ৪২৮ ধারায় দু’জনকে মুক্তি দেওয়া হোক ৷ কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে ৪৩৬ ধারায় ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে ৷ এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে মঞ্জুর হয় জামিন ৷
২০১৫ সালে রোজভ্যালি কাণ্ডে তদন্তে নেমে গৌতম কুণ্ডুর তিন হাজারের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আর্থিক প্রতারণা করে বাজার থেকে প্রায় ১৭ হাজার কোটি টাকা তুলেছিলেন তিনি, দাবি করেছিল ইডি ৷ এমনকি এই আর্থিক প্রতারণার জাল পশ্চিমবঙ্গের পাশাপাশি বিস্তৃত ছিল ওডিশা এবং ত্রিপুরাতেও ।
আরও পড়ুন- Amit Shah: প্রায় একবছর পর আবার রাজ্য সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
অন্যদিকে, ২০১৩ তে সর্বপ্রথম প্রকাশ্যে আসে সারদা কেলেঙ্কারি। তারপরেই গা ঢাকা দিয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন ৷ দিনকয়েক বাদেই গ্রেফতার হতে হয় সারদা-কর্তাকে ৷ সেই থেকে বিচারাধীন এই মামলা ৷ জানিয়েছেন ইডির আইনজীবী অভিজিৎ চন্দ্র ।