কলকাতা: সোমবার বিকেলে মাত্র এক ঘণ্টার তুমুল বৃষ্টি। আর তাতেই তীব্র যানজট জড়িয়ে পড়ল শহরের বিভিন্ন প্রান্ত। যানজট চলে রাত পর্যন্ত। যানজটে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে সারা শহর। ভয়াবহ যানজটের ফলে রাস্তায় আটকে পড়েন অফিস ফেরত নিত্যযাত্রীরা। এমনকি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকেও যানজটে আটকে থাকতে দেখা যায়। যানজট কাটাতে পুরোপুরি ব্যর্থ হয় কলকাতা ট্রাফিক পুলিশ। কার্যত অসহায় অবস্থায় তাদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
দুর্গাপুজোর লম্বা ছুটির পর এদিন সব সরকারি এবং বেসরকারি অফিস খুলে যায়। ফলে কলকাতা শহরের রাস্তায় গাড়ির চাপ এদিন অনেক বেশি ছিল। তার উপর এদিন বিকেলে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়। তুমুল বৃষ্টিতে জল জমে যায় সেন্ট্রাল এভিনিউ, মহাত্মা গান্ধী রোড, স্ট্র্যান্ড রোড, বিবি গঙ্গুলি স্ট্রিট সহ একাধিক রাস্তায়। জল জমে যায় বড়বাজার চত্বরেও।

আরও পড়ুন-সংক্রমণে কলকাতার পরেই উত্তর ২৪ পরগনা, ফের ৫১টি জায়গায় কনটেনমেন্ট জোন
আর তাতেই শুরু হয়ে যায় তীব্র যানজট। যানজটের রেশ ছড়িয়ে পড়ে শ্যামবাজার, হাতিবাগান, শোভাবাজার, উল্টোডাঙ্গা, গিরিশ পার্ক সহ একাধিক এলাকায়। ইএম বাইপাসের কিছুটা অংশেও তীব্র যানজট দেখা যায়। কয়েক ঘণ্টার মধ্যে বিভিন্ন রাস্তা থেকে বৃষ্টির জল নেমে গেলেও শহরকে যানজটমুক্ত করতে পারেনি কলকাতা ট্রাফিক পুলিশ। সাধারণ নিত্যযাত্রীদের অভিযোগ, যানজট থাকা সত্ত্বেও ট্রাফিকের বহু পুলিশকর্মীকে দর্শকের ভূমিকায় রাস্তায় দেখা গিয়েছে।