কলকাতা: সময়টা উনিশ আর বিশ। আর তার জন্যই এ যাত্রায় প্রাণে রক্ষা! কর্তব্যরত পুলিসের দাবি সেরকমই। নাকা তল্লাশির ফাঁকে ফুটপাথে উঠে দাঁড়িয়ে ছিলেন। কর্তব্যরত পুলিসের কথায়, ‘একটু বিশ্রাম নিচ্ছিলাম।’ তার মধ্যেই বেসামাল গাড়ি বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারে পুলিসের গাড়িতে। কয়েক মিনিট আগে সেখানে দাঁড়িয়েই চলছিল নাকা তল্লাশি। ধাক্কার অভিঘাতে পুলিসের গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কোনও পুলিসকর্মীর আঘাত লাগেনি। তবে, ওই গাড়িতে থাকা দু’জনের আঘাত লেগেছে। শুক্রবার রাতে হাইল্যান্ড পার্কের কাছে এই ঘটনায় চালককে গ্রেফতার করেছে পুলিস।
শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ বাঘাযতীন ব্রিজ থেকে নামার মুখে হাইল্যান্ড পার্ক মোড়ে একটি বেপরোয়া চারচাকা গাড়ি প্রথমে ধাক্কা মারে পুলিস গার্ড রেলে। এর পর হাইল্যান্ড পার্ক থানার পুলিস কিয়স্কের সামনে দাঁড়িয়ে থাকা পরপর দু’টি পুলিসের গাড়িতে ধাক্কা মারে। গাড়িতে একজন চালক ছাড়াও চার মহিলা ছিলেন।

পুলিসের দাবি, মত্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তার জেরেই দুর্ঘটনা। পুলিসের ধারণা, এদিন রাতে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।
কর্তব্যরত পুলিসকর্মীদের দাবি, ঘটনার কিছুক্ষণ আগে নাকা চেকিং চলাকালীন তাঁরা ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়ে ছিলেন। চালককে হাইল্যান্ড পার্ক থানার পুলিস গ্রেফতার করে। একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
আরও পড়ুন Saraswati Puja: পুরোহিতের ভূমিকায় দশম শ্রেণির ছাত্রী, প্রতিমা গড়ল স্কুলেরই ছাত্র, পথ দেখাল অশোকনগরের স্কুল
‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ প্রচার হচ্ছে। জরিমানা ১০ গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। নাকা চেকিং হচ্ছে। তার পরেও রাতের রাজপথে বেপরোয়া গাড়ি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিস।