কলকাতা: তিন মাসে রাজ্যের বিভিন্ন শিল্প সংস্থায় ৬৮ হাজার যুবক-যুবতীর চাকরি হয়েছে বলে দাবি করলেন কারিগরি শিক্ষামন্ত্রী হুমায়ুন কবীর। তিনি জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যে দু’লক্ষ কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
বুধবার কলকাতা টিভি ডিজিটালের সঙ্গে এক সাক্ষাৎকারে মন্ত্রী জানান, রাজ্যে উৎকর্ষ বাংলার প্রকল্পের চাহিদা ক্রমশ বাড়ছে। তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। কারিগরি শিক্ষা দফতর বিভিন্ন শিল্প সংস্থার চাহিদা অনুযায়ী, যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিচ্ছে। জেলাগুলিতেও দক্ষ ছেলে-মেয়েদের বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনেক শিল্প সংস্থাও সেই প্রশিক্ষণ দিতে এগিয়ে আসছে।
ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারিগরি শিক্ষা দফতরকে নতুন মোড়কে সামনে আনার কথা ঘোষণা করেছিলেন। তৃতীয়বার ক্ষমতায় আসার পর হুমায়ুন কবীরের মতো একজনকে এই দফতরের দায়িত্বে এনে বুঝিয়ে দিয়েছিলেন কারিগরি শিক্ষাকে সামনে রেখে আগামী প্রজন্মের সামনে কর্মসংস্থানের দিগন্ত খোলার উদ্যোগ। মাত্র তিন মাসের মধ্যে কর্মসংস্থানের কথা ঘোষণা করে মন্ত্রী বুঝিয়ে দিয়েছেন শিল্পায়নের পাশাপাশি কারিগরি শিক্ষা দফতরকে মজবুত করার যে উদ্যোগ রাজ্য সরকার নিয়েছে তা অনেকটাই সফল।