skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeকলকাতাঅভিনব কায়দায় লক্ষাধিক টাকা ছিনতাই রাজারহাটে

অভিনব কায়দায় লক্ষাধিক টাকা ছিনতাই রাজারহাটে

Follow Us :

রাজারহাট: কম পয়সায় সোনা লাভ করতে গিয়ে লক্ষাধিক টাকা খোয়া গেল এক সোনা ব্যবসায়ীর। অনেক কম টাকায় সোনা পাইয়ে দেওয়ার নাম করে এক সোনা ব্যবসায়ী তরণী মণ্ডলকে একটি নির্জন জায়গায় ডেকে পাঠায় একদল দুষ্কৃতী। তাদের কথামত সেই ব্যবসায়ী ৫ লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে এলে একটি টাটাসুমোতে করে দুষ্কৃতীরা সোনা না দিয়ে সেই টাকা নিয়ে পালিয়ে যায়। তাঁর থেকে টাকা মোবাইল ও ডকুমেন্টস নিয়ে চম্পট দিয়েছে বলে জানা গেছে। গত ১৯ জুলাই ঘটনাটি ঘটে। ঘটনার পর রাজারহাট গ্যারাগুড়ির বাসিন্দা সোনার দোকানের মালিক তরণী মণ্ডল রাজারহাট থানায় অভিযোগ দায়ের করলে তল্লাশি শুরু করে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে মোট ১১ জন। যাদের মধ্যে ২৪ জুলাই গ্রেফতার হয় ৪ জন। তাদের বারাসাত আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে বাকি ৭ জনের খোঁজ পায় পুলিশ। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১ লক্ষ ৭ হাজার টাকা, মোবাইল ও ছিনতাই হওয়া বেশ কিছু নথি। সোমবার ধৃতদের বারাসাত কোর্টে তোলা হয়।

আরও পড়ুন : নতুন মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ বাপি নামে একজন ফোন করে তরণীকে। তাঁকে বলা হয়, অনেক কম টাকায় সোনা পাওয়া যাবে যদি কিনতে চান। সেই মত তরণী মণ্ডল ৫ লক্ষ ৭০ হাজার টাকা জোগাড় করেন। তাঁকে রাজারহাটের কলাবেড়িয়া পেট্রোল পাম্পের কাছে নির্জন জায়গায় দেখা করতে বলে তারা। কিন্তু দেখা করার সময় দুষ্কৃতীরা তাঁর কাছ থেকে জোর করে টাকার ব্যাগ এবং তার মোবাইলও ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, তাঁকে হুমকিও দেওয়া হয়। এরপর তরণী রাজারহাট থানায় অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের বারাসাত কোর্টে তোলা হলে বিচারক তাদের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তাদের জিজ্ঞাসাবাদ করে বাকি ৭ জনকে গত রবিবার গ্রেফতার করে পুলিশ। সোমবার তাদের বারাসাত আদালতে তোলা হয়।

RELATED ARTICLES

Most Popular