কলকাতা : সৌজন্যে বিশ্ব মানবাধিকার দিবস (Human Rights Day) । আর তা ঘিরেই ফের সামনে রাজ্য-রাজ্যপাল (Nabanna-Raj Bhavan) চাপানউতর প্রকাশ্যে । এক দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আহ্বান জানালেন সকলকে ঘৃণা ও অসাম্যের উর্ধ্বে ওঠার । আর সে দিনই রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) তৃণমূল সরকারের সমালোচনায় ফের সরব হলেন ।
মানবাধিকারের প্রসঙ্গ টেনে আইনশৃঙ্খলা ইস্যুতে তৃণমূল সরকারের সমালোচনায় রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ শুক্রবার মানবাধিকার দিবস উপলক্ষে এক ভিডিয়ো বার্তায় রাজ্যপাল বলেন, “এ রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চরমে পৌঁছেছে ৷ এখানকার প্রশাসন ও আধিকারিকরা রাজনৈতিক কর্মীর মতো কাজ করছেন ৷ মানুষের মধ্যে ভয় এমন পর্যায়ে পৌঁছেছে যে তাঁরা এই নিয়ে প্রকাশ্যে কথা বলতেও পারেন না ৷” টুইটারে নিজের এই ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ট্যাগ করেছেন রাজ্যপাল ৷
রাজ্যপাল আরও বলেন, “রাজ্যের শাসন ব্যবস্থা সংবিধান ও আইনের শাসন মানছে না ৷ এখানে শাসকের শাসন চলছে, আইনের নয় ৷ রাজ্য সরকার ও প্রশাসনের উচিত আইন ও সংবিধান মেনে কাজ করা ৷ প্রশাসনের রাজনীতিকরণ হওয়া ঠিক নয় ৷” এ দিন রাজ্য মানবাধিকার কমিশনেরও সমালোচনা করেছেন রাজ্যপাল ৷ বলেছেন, “রাজ্য মানবাধিকার কমিশন আইসিইউ, ভেন্টিলেটরে চলে গিয়েছে ৷ তারা মানবাধিকার রক্ষায় নিজেদের দায়িত্ব পালন করছে না ৷ মানবাধিকার দিবসেও তারা কোনও অনুষ্ঠানের আয়োজন করেনি, এর থেকেই স্পষ্ট কমিশনের কী অবস্থা ৷”
আরও পড়ুন: স্বামী বিজেপি প্রার্থী, স্ত্রী গলা মেলালেন ‘বিরোধী’ তৃণমূলের প্রচারে