skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeকলকাতাKMC Election 2021: অশান্তিতে তৃণমূল জড়িত থাকলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা, বললেন...

KMC Election 2021: অশান্তিতে তৃণমূল জড়িত থাকলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা, বললেন অভিষেক

Follow Us :

কলকাতা: প্রচারে বেরিয়ে সতর্ক করেছিলেন (KMC Election 2021)। বলেছিলেন, ‘ভোটের দিন নাটক করতে পারে বিজেপি, সিপিএম। আপনারা সতর্ক হয়ে ভোট দেবেন।’ মিত্র ইন্সটিটিউশনে ভোট (KMC Election 2021) দিয়ে বেরোনোর পরও একই সুর শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গলায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুখে গন্ডগোলের কথা বলে লাভ নেই। পারলে বিরোধীরা ফুটেজ দেখাক।

কলকাতা পুরসভার ৭৩ নং ওয়ার্ডের বাসিন্দা অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুর ২টো নাগাদ মিত্র ইন্সটিটিউশনে ভোট দেন অভিষেক। ভোট দিয়ে বেরিয়ে অভিষেক বলেন, বিরোধীদের এজেন্ট না থাকলে তৃণমূল কি করবে। বিরোধী দলগুলি এজেন্ট না দিতে পারলে তার দায় তৃণমূলের নয়। ফল কী হবে সেটা বুঝিতে পেরে মুখ বাঁচাতেই বিজেপি নানা অভিযোগ করছে। শান্তিপূর্ণ ভাবে ভোট চলছে এখানে। ত্রিপুরায় তো প্রার্থীরাই ভোট দিতে পারেনি।’  

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বিরোধীরা অশান্তির ভিডিও ফুটেজগুলো প্রকাশ্যে আনুক। তৃণমূলের কেউ জড়িত থাকলে ২৪ ঘণ্টার মধ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে দল। দলীয় ও প্রশাসনিক স্তরে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গন্ডগোলের ঘটনা ঘটলে প্রশাসনকে বলব দলমত নির্বিশেষে ব্যবস্থা নিক। 

আরও পড়ুন: KMC Election 2021: ৪৪টা ইভিএম খারাপ, বিক্ষিপ্ত ঝামেলা, বিজেপিকে নিশানা ফিরহাদের, কেমন চলছে পুরভোট

সকাল ৭টা থেকে কলকাতায় পুরসভার ভোটগ্রহণ শুরু হয়েছে। কলকাতার ১৪৪টি ওয়ার্ডের নিরাপত্তায় থাকছে ২৩ হাজার ৫০০ পুলিশ। সব বুথ, স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি থাকছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩৮ শতাংশ। 

কলকাতা পুর এলাকায় মোট ভোটার ৪০,৪৮,৩৫২ জন। ৬৬ নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন। ৯৫,০৩৮ জন। সবচেয়ে কম ভোটার রয়েছেন ৮৭ নম্বর ওয়ার্ডে। এখানে ভোটার সংখ্যা ১০,০৩৩। মোট ৪৯৫৯ টি বুথে ভোট গ্রহণ চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এর মধ্যে ১১৩৯টি বুথ সংবেদনশীল। ২০২০ সালের মে মাসে কলকাতা পুরসভার নির্বাচিত পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। 

RELATED ARTICLES

Most Popular