skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeকলকাতাKMC Election 2021: ৪৪টা ইভিএম খারাপ, বিক্ষিপ্ত ঝামেলা, বিজেপিকে নিশানা ফিরহাদের, কেমন...

KMC Election 2021: ৪৪টা ইভিএম খারাপ, বিক্ষিপ্ত ঝামেলা, বিজেপিকে নিশানা ফিরহাদের, কেমন চলছে পুরভোট

Follow Us :

কলকাতা : দেখতে দেখতে কেটে গেল আট ঘণ্টা । কোথাও ইভিএম (KMC Election 2021) খারাপ, কোথাও প্রার্থীকে মারধর । কোথাও কমিশনের বিরুদ্ধে অভিযোগ । কোথাও আবার বোমাবাজি । আবার কোথাও শান্তিতেও । রাজনৈতিক নেতাদের একে অপরের বিরুদ্ধে অভিযোগ । বেলা একটা পর্যন্ত ভোট পড়েছে (KMC Election 2021) ৩৭.৮৯ শতাংশ । যেখানে ১৮.৫১ শতাংশ ভোট পড়েছিল বেলা ১১টা পর্যন্ত ।

কলকাতার ছোট লাল বাড়ি দখলের প্রথম আট ঘণ্টার ফাইনাল লড়াইকে এ ভাবেই উল্লেখ করা যেতে পারে । কমিশন বলছে, বেলা একটা পর্যন্ত ৪৪ টা ইভিএম খারাপের খবর মিলেছে । ভোট দেওয়ার লম্বা লাইন চোখে পড়েছে একাধিক জায়গায় । এতগুলো ইভিএম এক সঙ্গে খারাপের ঘটনা নিঃসন্দেহে কমিশনের দিকে আঙুল তুলে দিল । এরই মধ্যে একাধিক অভিযোগ নিয়ে থানার দরজায় এক সঙ্গে আসন পেতেছে বাম-কংগ্রেস-বিজেপি । রাজনৈতিক মত পার্থক্য ভুলে তারা উত্তর কলকাতার বড়তলা থানার সামনে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে পতাকা হাতে রাস্তায় বসেছেন তিন বিরোধী দলের কর্মী-সমর্থকরা ।

সকাল থেকে শিয়ালদহে বেশ কয়েকবার বোমাবাজির খবরও মেলেছে । আহত হয়েছেন বেশ কয়েক জন । আবার ব্রাবোর্ন রোডের জৈন স্কুলের বুথে উত্তেজনা নজর কেড়েছে সব সংবাদমাধ্যমের । বুথের মধ্যে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ । কংগ্রেসের এজেন্টকে মাটিতে ফেলে যে ভাবে কিল, চড়, লাথি মারার ছবি সামনে এসেছে তা দেখে গণতন্ত্রের হাস্যকর ছবিটাই সামনে চলে আসছে । পুলিশের সামনেও দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি চলে বেশ কিছু ক্ষণ ।

আরও পড়ুন: KMC Election 2021 Live| নজরে পুরভোট: টাকি স্কুলের সামনে বোমাবাজি, গুরুতর জখম ভোটার

স্বাভাবিক ভাবেই, রাজনৈতিক নেতাদের মধ্যে শুরু হয়েছে কথা চালাচালি । বিজেপিকে আক্রমণ করতে দুই মিনিটও ভাবেননি তৃণমূলের হেবিওয়েট প্রার্থী ফিরহাদ হাকিম । বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনীর দিকে একাধিক অভিযোগের আঙুল তুলেছেন । মানুষ বিজেপিকে পুরোপুরি অস্বীকার করেছে বলেও এ দিন দাবি করেন তিনি । তাঁর আরও দাবি, আজকের ভোট অত্যন্ত সুষ্ঠু ভাবে হচ্ছে ।

ফিরহাদের অভিযোগ, বিজেপি আইন ভাঙছে বলেই সমস্যা তৈরি হচ্ছে । সাধারণ মানুষ শান্তিতে ভোট দিচ্ছেন । বিজেপি বুঝে গিয়েছে তাদের হার নিশ্চিত । বুথে এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই । কেন্দ্রীয় নেতাদের কাছে নম্বর ধরে রাখার জন্যই রাজ্যের বিজেপি নেতারা কেন্দ্রীয় বাহিনী-কেন্দ্রীয় বাহিনী করছে বলেও এ দিন দাবি করেন ফিরহাদ ।

আরও পড়ুন: KMC Election 2021: ১১৩ নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোট, প্রতিবাদ করায় বাম এজেন্টকে মারধর

স্বাভাবিক ভাবেই ছাপ্পা ভোট-ভোট জ্যামের অভিযোগ তুলেছে বিজেপি । দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, পুলিশকে দিয়ে ভোট করাচ্ছে তৃণমূল । বেলা বারোটার মধ্যে তুমুল ছাপ্পা ভোট করে ভোট লুঠের চেষ্টা করে চলেছে তৃণমূল ।

RELATED ARTICLES

Most Popular