Sunday, August 3, 2025
HomeকলকাতাKMC Election 2021: বুধবার বেলা ১২টার মধ্যে সিসিটিভি রিপোর্ট দিতে পুলিসকে নির্দেশ...

KMC Election 2021: বুধবার বেলা ১২টার মধ্যে সিসিটিভি রিপোর্ট দিতে পুলিসকে নির্দেশ নির্বাচন কমিশনের

Follow Us :

কলকাতা: বিজেপির করা একটি মামলার প্রেক্ষিতে মঙ্গলবারই কলকাতার পুরভোটে সব বুথে সিসিটিভি লাগানোর কথা বলেছে হাই কোর্ট। এর পরই নড়েচড়ে বসল রাজ্য নির্বাচন কমিশন। বুধবার বেলা ১২টার মধ্যে সিসিটিভি নিয়ে রিপোর্ট জমা দিতে হবে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক এবং কলকাতার পুলিশ কমিশনারকে এই নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৪৪টি ওয়ার্ডের সব বুথে কিভাবে সিসিটিভি লাগানো যাবে, তার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে নির্দেশ। নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ও কলকাতা পুলিশ কমিশনারকে। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমনই বার্তা দেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, কলকাতা পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার, এডিজি আইন-শৃঙ্খলা, সব পর্যবেক্ষক, সব স্পেশাল পর্যবেক্ষক, সব রিটার্নিং অফিসার, সমস্ত এমআর ও সহ সব আধিকারিকেরা।

আরও পড়ুন: KMC Polls Case: কলকাতার পুরভোটে সব বুথে সিসিটিভি লাগাতে বলল হাই কোর্ট

রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানালেন, পুরভোট সংক্রান্ত যে কোনও অভিযোগ গুরুত্ব দিয়ে শুনতে হবে। দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ। যে কোনও রাজনৈতিক দলের প্রার্থী নিরাপত্তা চাইলে তা খতিয়ে দেখে তাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দ্রুত অভিযোগের নিষ্পত্তি করতে পুরভোটে পর্যবেক্ষক ও প্রশাসনের মধ্যে সমন্বয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসকের পাশাপাশি বৈঠকে এই বিষয়টি সমস্ত ডিভিশনের ডিসিকে জানিয়ে দেওয়া হয়েছে। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী ১০০ শতাংশ বুথেই সিসিটিভি লাগানোর চেষ্টা করছে রাজ্য নির্বাচন কমিশন।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39