skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeকলকাতা KMC Election Exit poll: বিধানসভার পর কলকাতার পুরভোটেও সবুজ ঝড়ের ইঙ্গিত স্পষ্ট

 KMC Election Exit poll: বিধানসভার পর কলকাতার পুরভোটেও সবুজ ঝড়ের ইঙ্গিত স্পষ্ট

Follow Us :

কলকাতা: বিধানসভার পর এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য কলকাতা পুরসভা (Kmc Election) দখল করতে চলেছে তৃণমূল। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৭ থেকে ১৪১টি ওয়ার্ড পেতে পারে তৃণমূল (TMC)। তাদের ভোট পৌঁছে যেতে পারে ৬৯ শতাংশে। শহরের বহু মানুষ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে কলকাতা টিভি ডিজিটাল এক সমীক্ষা করে। সেই সমীক্ষাতেই এই তথ্য (KMC Exit Poll) উঠে এসেছে।

বিজেপি (BJP) দুই থেকে বড়জোর তিনটি ওয়ার্ড পেতে পারে। তারা সম্ভবত ১৫ শতাংশ ভোট পাবে। বামেরা খুব বেশি হলে তিনটি ওয়ার্ড পাবে। বাম দলগুলি ১১ শতাংশ ভোট পেতে পারে। কংগ্রেসের (INC) কপালে জুটতে পারে মাত্র একটি আসন। তাদের ভোট ৩ শতাংশের কাছাকাছি হতে পারে।

শহরের বিভিন্ন প্রান্তে কলকাতা টিভি ডিজিটাল অনেক মানুষের সঙ্গে কথা বলে। সাংবাদিকরা উত্তর থেকে দক্ষিণ কলকাতার বহু ওয়ার্ডে ঘুরে বেড়িয়েছেন গত কয়েকদিন ধরে। কথা হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞ এবং অনেক প্রবীণ সাংবাদিকের সঙ্গে। সেই সব কথার ভিত্তিতেই তৃণমূলের এই বিপুল জয়ের সম্ভাবনার বিষয়টি সামনে এসেছে।

সূত্রের খবর, বামেরা ৯৮, ১০৩ এবং ১২৭ নম্বর ওয়ার্ডে জেতার জায়গায় থাকতে পারে। বিজেপির ঝুলিতে আসতে পারে ২২, ২৩ এবং ৪২ নম্বর ওয়ার্ড। কংগ্রেস তাদের হাতে থাকা ৪৫ নম্বর ওয়ার্ড এবার খোয়াতে পারে।

রবিবার ভোটের দিনও কলকাতা টিভি ডিজিটালের প্রতিনিধিরা বিভিন্ন ওয়ার্ড চষে বেড়িয়েছেন, কথা বলেছেন সমাজের বিভিন্ন স্তরের বেশ কিছু মানুষের সঙ্গে। সকলেই বলছেন, ২০১৫ সালের থেকেও অনেক বেশি আসন নিয়ে তৃণমূলের তৃতীয়বারের জন্য কলকাতার ছোট লালবাড়ি দখল প্রায় একশো শতাংশ নিশ্চিত।

কোন প্রার্থী কোথায় এগিয়ে?

আরও পড়ুন – KMC Election 2021: বিরোধীদের চক্রান্ত ব্যর্থ করে উৎসবের মেজাজে ভোট, দাবি পার্থর

২০১৫ সালে কলকাতার পুরভোটে তৃণমূল পেয়েছিল ১১৩টি ওয়ার্ড, ভোট ছিল ৫০.৮৪ শতাংশ। বামেরা পেয়েছিল ১৫টি ওয়ার্ড, তাদের ভোট ছিল ২৪.৫০ শতাংশ। বিজেপি ৮টি ওয়ার্ড দখল করেছিল, ভোট পায় ১৫.৪২ শতাংশ।  কংগ্রেসের দখলে ছিল ৬টি আসন, তারা পেয়েছিল ৬.৬২ শতাংশ ভোট।

২০১৫ সালের পর ২০১৯এ লোকসভা ভোটে রাজ্যে বিজেপি ১৮টি আসন পায়। সেই ফলাফলের নিরিখে কলকাতা পুরসভার বহু ওয়ার্ডে বিজেপির ভোট বেড়ে যায়। পিছিয়ে পড়ে তৃণমূল। এবারে বিধানসভা ভোটে আবার সেই ফলাফল উলটে যায়। কলকাতায় পিছিয়ে পড়ে বিজেপি। রবিবারের কলকাতার ভোটে সমস্ত রেকর্ডই অতীতকে ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। পুরভোটের ফল ঘোষণা মঙ্গলবার। দেখা যাক, চূড়ান্ত ফলাফল কী দাঁড়ায়।

RELATED ARTICLES

Most Popular