skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeকলকাতাKMC Election Result 2021 LIVE Updates: ১৩৪টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, নির্দল ও...

KMC Election Result 2021 LIVE Updates: ১৩৪টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, নির্দল ও বিজেপি পেল ৩টি করে ওয়ার্ড

Follow Us :

কলকাতা: কলকাতা (KMC Election 2021 Result) পুর ভোটের (KMC Election 2021) গণনা শুরু। সকাল ৮টায় খোলা হয়েছে পোস্টাল ব্যালট। মোট ১১টি গণনাকেন্দ্রে ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা শুরু হয়েছে। গণনার শুরু থেকেই এগিয়ে তৃণমূল কংগ্রেস।

১:৪৫-  গতবারের থেকে কলকাতা পুরসভায় ওয়ার্ড বাড়ল তৃণমূলের৷ ১১৪ থেকে বেড়ে হল ১৩৪টি ওয়ার্ড৷ বিজেপি এবং নির্দলের ঝুলিতে গিয়েছে ৩টি করে ওয়ার্ড৷ বাম ও কংগ্রেস পেয়েছে ২টি করে ওয়ার্ড৷   

১:৩০- ৮৪ ওয়ার্ডে জয়ী তৃণমূল৷ আরও ৫০টি ওয়ার্ডে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল৷

১:১০- ১২৯ নম্বর ওয়ার্ডে জিতলেন তৃণমূলের সংহিতা দাস৷

১২:৫৫– ৩৬ বছর পর ৯৮ নম্বর ওয়ার্ডে বামেদের পরাজয়৷ জিতলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী৷

১২:৪০– বাংলার রাজনীতিতে হিংসা এবং ঘৃণার কোনও স্থান নেই৷ পুরভোটে জয়ের পর টুইট অভিষেকের৷ গুয়াহাটি যাওয়ার আগে মমতা বললেন, বিজেপি ভোকাট্টা৷ মানুষের রায় মেনে আরও মাথা নত করে কাজ করতে হবে৷

১২:৩৫– ৪২ নম্বর যা দূর্গ বলে পরিচিত ছিল বিজেপির তা হাতছাড়া হল গেরুয়া শিবিরের৷ পুরভোটে মাত্র তিনটে ওয়ার্ডেই জয়ী হল বিজেপি৷ ওয়ার্ডগুলি হল ২২, ২৩ এবং ৫০৷ 

১২:২৫– ১৪১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর জয়ী হলেন৷ তিনি জিতলেন ৫০০ ভোটে৷

১২:২০– মাত্র ৮৩ ভোটে জিতলেন ১০৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী নন্দিতা রায়৷

১২:১৭– ১১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনিতা কর মজুমদার জিতলেন ১৩ হাজার ৮৯৭ ভোটে৷ ৭৪ এবং ৭৬ নম্বর ওয়ার্ডে জিতলেন যথাক্রমে তৃণমূলের দেবলীনা বিশ্বাস এবং ষষ্ঠী দাস৷

১২:১৫– ৬৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের সুদর্শনা মুখোপাধ্যায়৷ ১৩১ নম্বর ওয়ার্ডে জয়ী রত্না চট্টোপাধ্যায়৷

১২:০৫– জয় নিয়ে কোনও সংশয় ছিল না তাঁর৷ কত মার্জিনে জিতবেন সেদিকে নজর ছিল তাঁর অনুগামীদের৷ সেই ৮২ নম্বর ওয়ার্ডের দখল নিল তৃণমূল৷ জিতলেন বিদায়ী মেয়র ববি হাকিম৷ এই জয় তিনি উৎসর্গ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে৷

বেলা ১২:০০– ১৫ হাজার ২৩৩ ভোটে জয়ী ৮১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী জুঁই বিশ্বাস৷ ১২১-এ জিতেছেন তৃণমূল প্রার্থী রূপক গঙ্গোপাধ্যায়৷ ৭৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রামপেয়ারে রাম জিতেছেন ৭ হাজার ১৪০ ভোটে৷

সকাল ১১:৫০– ৩৪টা আসনে জয়ী তৃণমূল৷ ৯৬টা ওয়ার্ডে এগিয়ে ঘাসফুল শিবির৷ বিজেপি এগিয়ে ৫টি তে৷ যার মধ্যে ৩টি ওয়ার্ডে জিতেছে তারা৷ নির্দল জিতেছে ২টি ওয়ার্ডে৷ কংগ্রেস জয়ী ২টি আসনে৷

সকাল ১১:৩৫– ১১ নম্বর ওয়ার্ডে জয়ী অতীন ঘোষ ৷ রেকর্ড মার্জিনে জিতেছেন ৬৬ নম্বর তৃণমূল প্রার্থী ফৈয়াজ আহমেদ৷ তাঁর প্রাপ্ত ভোট ৬২০৪৫৷

সকাল ১১:২০– ৮৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী মণীশা বসু, ১৮ নম্বরে জয়ী সুনন্দা সরকার৷ ১০ নম্বর ওয়ার্ডে জয়ী সুব্রত বন্দ্যোপাধ্যায়৷

সকাল ১১:১৫– ১৫ নম্বর ওয়ার্ডে জিতেছেন তৃণমূলের শুক্লা ভোর৷ ১৬ নম্বরে জয়ী তৃণমূল প্রার্থী স্বপন দাস৷ ৮০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী আনোয়ার খানকে জয়ী ঘোষণা৷ ১৭ নম্বর ওয়ার্ডে জিতলেন তৃণমূলের মোহন কুমার শুক্লা৷ ২৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের রাজেশ সিনহা৷

সকাল ১১:০৫– ২২ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপির মীনা দেবী পুরোহিত৷ ১৩৫ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী রুবিনা নাজ৷ তিনি ৪০০ ভোটে জিতেছেন৷

সকাল ১১:০০- একাধিক ওয়ার্ডের গণনা শেষ৷ ফল প্রকাশেই পরিষ্কার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ছোট লালবাড়ির ক্ষমতা আবার দখল করছে তৃণমূল৷ ইতিমধ্যে যে সব ওয়ার্ডের গণনা শেষে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা তাঁরা হলেন, ১২২ নম্বর ওয়ার্ডের সোমা চক্রবর্তী, ৬৩ নম্বর ওয়ার্ডের সুস্মিতা ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায়৷ ৬৪ নম্বর ওয়ার্ডের শাম্মি জাহান বেগম, ৮৩ নম্বর ওয়ার্ডের প্রবীর কুমার মুখোপাধ্যায়, ১১৫ নম্বর ওয়ার্ডের রত্না সুর৷ ১১৭ নম্বরে জয়ী অমিত সিং, ১১৮ তে তারক সিং, ১১৯ এ কাকলি বাগ৷

সকাল ১০:৫০– পিছিয়ে বহিষ্কৃত দুই তৃণমূল নেতা-নেত্রী সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় (৭২ নম্বর ওয়ার্ড) এবং তনিমা চট্টোপাধ্যায় (৬৮ নম্বর ওয়ার্ড)৷

সকাল ১০:৪৫– সাড়ে ৯ হাজারের বেশি ভোটে জয়ী রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার৷ ৮৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী তিনি৷ তৃণমূলের আরেক হেভিওয়েট প্রার্থী মালা রায় জিতেছেন ৮৮ নম্বর ওয়ার্ডে৷ ১১ নম্বর ওয়ার্ডে এগিয়ে অতীন ঘোষ৷ লিড নিয়েছেন ফিরহাদ হাকিম৷

সকাল ১০:৩০– ট্রেন্ড অনুযায়ী ১১৫টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল৷ বিজেপি এগিয়ে ৪টি ওয়ার্ডে৷ কংগ্রেস ও বামেরা দুটি করে ওয়ার্ডে এগিয়ে৷ নির্দল প্রার্থী এগিয়ে ১টি ওয়ার্ডে৷ 

সকাল ১০:১০– ১৩৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী শামসুজ্জামান আনসারী ৮৩০০ ভোটে জয়ী ৷

সকাল ৯:৫৭– ১৩৭ নম্বর ওয়ার্ডে ১৩০০ ভোটে জয়ী কংগ্রেস প্রার্থী৷ ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ইকবাল আহমেদের কাছে পিছিয়ে আছেন কংগ্রেসের প্রকাশ উপাধ্যায়৷ 

সকাল ৯:৫৫– ৭৫০০ ভোটে জয়ী ১৪০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী ৷  আরও ১০৫টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, ২টো তে সিপিএম, ২টো বিজেপি, ১টি করে আসনে এগিয়ে কংগ্রেস এবং নির্দল প্রার্থী৷

সকাল ৯:৪৫– ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী চতুর্থ রাউন্ডের শেষে প্রায় ১০ হাজার ভোটে এগিয়ে ৷ ১০২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী সীমা ঘোষ ১৫০৩ ভোটে এগিয়ে ৷ ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরিজিৎ দাস ঠাকুর তৃতীয় রাউন্ড শেষে ৩৭৫৭ ভোটে এগিয়ে ৷ ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপ্পাদিত্য দাসগুপ্ত চতুর্থ রাউন্ডের শেষে ২২৫৬ ভোটে এগিয়ে৷ 

সকাল ৯:৪০– গণনার দু’ঘণ্টা পর ৮০ টি আসনে এগিয়ে তৃণমূল৷ বিজেপি ৩টি, সিপিএম ১টি, কংগ্রেস ১টি এবং নির্দল ১টি আসনে এগিয়ে৷ 

সকাল ৯:৩৫– ৪২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সুনিতা ঝাওয়ার এগিয়ে৷ ৫০ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপির সজল ঘোষ৷ ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ইকবাল আহমেদ এগিয়ে আছেন, পিছিয়ে আছেন প্রকাশ উপাধ্যায় ৷ 

সকাল ৯:২৮– ১১০ নং ওয়ার্ডে তৃণমূল এগিয়ে ৮৩৫ভোটে৷ ১১১তে তৃণমূল এগিয়ে ৭৫ ভোটে৷ ১১২ নং ওয়ার্ডে তৃণমূল এগিয়ে ১৪২৯ ভোটে৷ ১১৩ তে তৃণমূল এগিয়ে ১১০১ ভোটে৷ ১১৪ নং তৃণমূল এগিয়ে ১১৫৪ ভোটে৷ 

সকাল ৯:২৫– প্রথম রাউন্ড গণনা শেষে এক নম্বর বোরোর সব কটি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থীরা ৷ 

সকাল ৯:১৫–  দ্বিতীয় রাউন্ড গণনা শেষে এগিয়ে যে সব তৃণমূল প্রার্থীরা– ৫৯ নম্বর ওয়ার্ডে জলি বোস, ৫৭ নম্বর ওয়ার্ডেরজীবন সাহা, ৬৩ নম্বর ওয়ার্ডে সুস্মিতা ভট্টাচার্য, ৩১ নম্বর ওয়ার্ডের পরেশ পাল, ৬৬ নম্বর ওয়ার্ডে আহমেদ খান, ৫৬ নম্বর ওয়ার্ডে স্বপন সমাদ্দার, ৮৮ নম্বর ওয়ার্ডে মালা রায়, ১৩১ নম্বর ওয়ার্ডে রত্না চট্টোপাধ্যায় ৷ 

সকাল ৯:১০- ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিত এগিয়ে ৫১২ ভোটে৷ ২৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপির বিজয় ওঝা৷ ২৯ নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেসের প্রকাশ উপাধ্যায়৷ ১০৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে সিপিএম৷ 

সকাল ৯:০৬-  ২০ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী বিজয় উপাধ্যায় ৷ প্রথম রাউন্ড গণনা শেষে ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সন্দীপন সাহা এগিয়ে ৩৯৫৮ ভোটে৷ 

সকাল ৯:০৪- পুরসভার ৭৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীমা রেহানা খাতুন তৃণমূল কংগ্রেসের ৯৭৭ ভোট পেয়ে এগিয়ে। ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোমা দাস ১৭০২ ভোট পেয়ে এগিয়ে ৷ 

সকাল ৮:৫৫- ৮৫ নম্বর ওয়ার্ডে ২০৩৮ ভোটে এগিয়ে দেবাশীষ কুমার। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিআইএম ৷ 

সকাল ৮:৫৪- ১৫ বোরো ৪টি তে এগিয়ে তৃণমূল কংগ্রেস

সকাল ৮:৫২- ১৪১ নম্বর ওয়ার্ডে এগিয়ে নির্দল প্রার্থী সুস্মিতা মণ্ডল

সকাল ৮:৫১- ৪৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক

সকাল ৮:৫০- ৫০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সজল ঘোষ এগিয়ে

সকাল ৮:৪৭- ৯৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছে বামফ্রন্ট প্রার্থী

সকাল ৮:৪০-  প্রথম রাউন্ড গননা শেষে ২, ১১, ৪, ৩১,৮, ২৩ নম্বরসহ মোট ৯টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস

সকাল ৮:৩৭ – পোস্টাল ব্যালটে গণনায় এগিয়ে তৃণমূল কংগ্রেস

গণনা কেন্দ্রগুলি হল

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম
গীতাঞ্জলি স্টেডিয়াম
বালিগঞ্জ ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ
ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওম্যান, হেস্টিংস হাউস
যোধপুর পার্ক বয়েজ
যোধপুর পার্ক গার্লস
বরিশা হাই স্কুল
ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ
সিস্টার নিবেদিতা গভর্মেন্ট ডিগ্রী কলেজ, জাজেস কোর্ট, হেস্টিংস হাউস
ব্রতচারী বৃদ্ধাশ্রম, জোকা

RELATED ARTICLES

Most Popular