কলকাতা: রাতের শহরে যুবতীর শ্লীলতাহানির অভিযোগে দুই অভিযুক্তের জেলা হেফাজতে পাঠাল পুলিস৷ সোমবার বিধাননগর মহকুমা আদলত বিধাননগর কমিশনারেটের এএসআই ও সিভিক ভলান্টিয়ারকে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত জেলা হেফাজতের নির্দেশ দিয়েছে৷ পুলিসের দাবি, অজ্ঞাতপরিচয় পুলিসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা। এ দিকে যুবতীর শ্রীলতাহানির প্রতিবাদে বামেরা বিধাননগর এলাকায় মিছিল করে৷ স্থানীয় থানায় স্মারকলিপিও জমা দেয় তারা।
পুলিস সূত্রে খবর, গত ১০ তারিখ শুক্রবার, রাতে সল্টলেক করুণাময়ী মোড়ে দাঁড়িয়ে ছিলেন এক মহিলা। সেখান দিয়ে যাচ্ছিল বিধান নগর ট্রাফিক পুলিশের এ.এস.আই সন্দীপ পাল ও সিভিক ভলান্টিয়ার অভিষেক মালাকার। সিভিক ভলান্টিয়ার যুবতীর কাছে জানতে চান, এত রাতে সেখানে কী করছেন তিনি। যুবতী জানায়, আসানসোলের দুর্গাপুর থেকে চাকরির পরীক্ষা দিতে এসেছিলেন। কিন্তু, বাড়ি ফিরে যাওয়ার জন্য কোনও গাড়ি পাচ্ছেন না তিনি। রাত সাড়ে ৯টার বদলে রাত ১টায় করুণাময়ীতে নামিয়েছে বাসটি। তাই, রাতেই করুণাময়ী থেকে উল্টোডাঙা হয়ে গড়ফা যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন তিনি। তখন বাইকে চাপিয়ে উল্টোডাঙ্গা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন পুলিস ও সিভিক ভলান্টিয়ার৷
অভিযোগ, সিভিক ভলান্টিয়ার ও এএসআই যুবতীকে নিয়ে বাইকে করে বিধান নগরের বিভিন্ন জায়গায ঘুরতে থাকে। চলন্ত বাইকেই তার শ্লীলতাহানি করা হয়। এবং মধ্য রাতে মহিলাকে বাইপাসের ধারে নামিয়ে দেওয়া।
আরও পড়ুন Kerala Omicron: কেরলে হদিস মিলল প্রথম ওমিক্রন আক্রান্তের
ওই সময় কোনও রকমে তাঁর এক পরিচিতকে ফোন করে যোগাযোগ করে নিগৃহীতা। পরে ওই পরিচিত যুবক এসে মহিলাকে উদ্ধার করে কসবা থানায় নিয়ে যায়। কসবা থানার পুলিস বিধাননগর উত্তর থানায় নিয়ে গেলে লিখিত অভিযোগ করেন ওই যুবতী। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বিধান নগর ট্রাফিকের অ্যাসিস্ট্যান্ট সব ইন্সপেক্টর সন্দীপ পাল ও সিভিক ভলেন্টিয়ার অভিষেক মালাকারকে।