কলকাতা: বিধানসভা নির্বাচন, উপনির্বাচনের মতো কলকাতা পুরভোটেও (Kolkata Municipal Election) প্রার্থীদের কোভিড বিধি মেনে প্রচারের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ভোটের ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, সন্ধ্যে সাতটা থেকে পরের দিন সকাল দশটা পর্যন্ত বড় মিটিং মিছিলে নিষেধাজ্ঞা থাকছে। কলকাতা পুর নির্বাচনে (Kolkata Municipal Election) ছোট সভার উপরই জোর দিচ্ছে কমিশন।
বড় আকারের সভা করতে চাইলে তা বড় জায়গায় করতে হবে বলে জানিয়েছে কমিশন। কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে ২ জন যেতে পারবেন। ডোর টু ডোর প্রচারে প্রার্থীর সঙ্গে ৫ জন কর্মী যেতে পারবেন। কমিশন নতুন একটি পোর্টাল চালু করেছে। ইলেকশন গ্রিভান্স ম্যানেজমেন্ট সিস্টেম নামে ওই পোর্টালে ভোটাররা ভ্যাকসিন নেওয়ার অনুরোধ জানাতে পারবেন।
রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস বলেন, বিধানসভা নির্বাচনে জাতীয় নির্বাচন কমিশন যে ধরনের কোভিড প্রোটোকল মেনে নির্বাচন করেছে, সেই একই গাইডলাইন মেনে চলবে রাজ্য নির্বাচন কমিশন। ইভিএমে ভোট হবে। মোট ১৭০৭টি ভোট গ্রহণ কেন্দ্র থাকছে। বুথের সংখ্যা ৪৭৪২। এ ছাড়াও ৩৮৫টি অক্সিলিয়ারি বুথে ভোট গ্রহণ হবে। মোট ভোটার ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫২। নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী না কি রাজ্য পুলিশ, তা নিয়ে এখন সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন: Kolkata Municipal Election 2021: ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট, জারি বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার সকালে ভোটের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজ থেকেই শুরু হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। ১ ডিসেম্বর অবধি মনোনয়ন জমা দেওয়া যাবে। ২ ডিসেম্বর মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর। ১৯ ডিসেম্বর সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলকাতা পুরসভায় নির্বাচন হবে। ২২ ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করতে হবে।
কলকাতা পুরসভায় ভোটের দিন ঘোষণা করা হলেও রাজ্যের বাকি পুরসভাগুলির ভোট নিয়ে কিছু জানায়নি কমিশন। রাজ্যের সব পুরসভায় কেন একসঙ্গে ভোট হচ্ছে না, সেই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা করেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। আদালতে হলফনামা দিয়ে রাজ্য সরকার জানায়, কলকাতায় এবং হাওড়ার অধিকাংশ মানুষ টিকার দুটি ডোজ পেয়েছেন। সে কারণেই এই দুই পুর এলাকায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধাপে ধাপে রাজ্যের বাকি পুরসভাগুলিতেও ভোট হবে।
আরও পড়ুন: Exclusive: মাদক মামলায় রাকেশ সিংকে জামিন, রায়ের বিরোধিতায় সুপ্রিম কোর্ট যাচ্ছে কলকাতা পুলিশ