কলকাতা: আবারও মা উড়ালপুলে চিনা মাঞ্জায় দুর্ঘটনা। এবার দুর্ঘটনার জেরে জখম এক ট্রাফিক সার্জেন্ট। রবিবার ডিউটি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। আচমকা এই দুর্ঘটনায় তাঁর নাক, মুখ কেটে গিয়েছে।
প্রায়শয়ই চিনা মাঞ্জায় ব্যহত হয় যান চলাচল। ঘটে যায় বড় অঘটন। প্রাণ নিয়েও সংশয়ে পড়তে হয় অনেক ব্যক্তিকে। এই ধরণের ঘটনা কলকাতার মা ফ্লাইওভারে নতুন নয়। যা নিয়ে উদ্বিগ্ন ছিল প্রশাসনের। সেই প্রতিকূলতা দূর করতে বড় পরিকল্পনা করে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিটি(KMDA)।
মা ফ্লাইওভারে রেলিং-এর পাশে জাল লাগানোর পরিকল্পনাও করা হয়। যাতে কোন উপায়েই ঘুড়ির সুতো কোন বাইক আরোহীকে আঘাত না করতে পারে। KMDA সূত্রে। আরও জানা যায়, মোট দুই দফায় সম্পন্ন করা হয় কাজ। প্রথমে সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাস পর্যন্ত ওই সুরক্ষার ব্যবস্থা করা হয়। যে কারণে বেশ কিছুদিন বন্ধও রাখা হয় মা উড়ালপুল। কিন্তু যে অংশে এখনও জাল লাগানো হয়নি সেখানেই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন- Bowbazar: বউবাজারের ক্ষতিগ্রস্ত আরও ২টি বাড়ি ভাঙতে হবে, জানাল মেট্রো কর্তৃপক্ষ