Thursday, August 14, 2025
HomeCurrent NewsCovid19: পানশালা, রেস্তরাঁয় ৫০ শতাংশ প্রবেশের অনুমতি

Covid19: পানশালা, রেস্তরাঁয় ৫০ শতাংশ প্রবেশের অনুমতি

Follow Us :

কলকাতা: করোনার (Covid-19) বাড়বাড়ন্ত ঠেকাতে ফের বেশ কিছু বিধিনিষেধের পথে হাঁটল নবান্ন৷ ৩ জানুয়ারি, সোমবার থেকে রাজ্যে কঠোর বিধিনিষেধ চালু হচ্ছে। রবিবার নবান্নের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, সোমবার থেকে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন পানশালা ও রেস্তরাঁয়। খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। যদিও রাত ১০টা থেকেই চালু হবে নৈশ কার্ফু। একইসঙ্গে বলা হয়েছে সোমবার থেকে বন্ধ থাকবে স্পা, বিউটি পার্লার, জিম, সুইমিং পুল, বিনোদন পার্ক। খোলা থাকবে সিনেমা, থিয়েটার হল। তবে, এক্ষেত্রেও ৫০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ের পর পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে আসছিল, তখন ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। রাজ্যে ক্রমবর্ধমান সংক্রমণে ৩ জানুয়ারি থেকে সরকার আংশিক লকডাউনের পথে হাঁটতে চলেছে বলে জল্পনা চলছিল৷ তবে, আংশিক লকডাউন ঘোষণা না করে রাজ্য কঠোর বিধিনিষেধ আরোপ করল৷ আগামিকাল, সোমবার থেকেই এই বিধিনিষেধ চালু হবে৷

আরও পড়ুন- Covid Vaccination: সোমবার থেকে কলকাতার ১৬ স্কুলে ভ্যাকসিন, জেনে নিন ঠিকানা

মাস দুয়েক আগে রাজ্যে খুলেছিল স্কুল ও কলেজগুলি।রবিবার আবারও বিধিনিষেধ জারি হওয়ার ফলে বন্ধ হয়ে গেল স্কুল ও কলেজগুলি। শুধুমাত্র ৫০ শতাংশ কর্মী নিয়ে শিক্ষা-প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজ চলবে। রবিবার সাংবাদিক সম্মেলন করে একথা স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

২৫ ডিসেম্বরের পর থেকে ধারাবাহিকভাবে রাজ্যের করোনা সংক্রমণ বেড়েই চলেছে৷ একই সঙ্গে হু হু করে বাড়ছে সংক্রমণের হার (Positivity Rate)৷ শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫১২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ একই সঙ্গে পজিটিভির হার বেড়ে দাঁড়িয়েছে ১২.০২ শতাংশ৷ গত ৩৪ ঘণ্টায় রাজ্যে ৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ সেই কারণেই কড়া বিধিনিষেধের পথে রাজ্য।

 

RELATED ARTICLES

Most Popular