কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে বদলাচ্ছে আবহাওয়া (Alipore Weather Forecast) । পৌষের বিদায় বেলায় উধাও ঠান্ডা। উল্টে আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতর সুত্রে খবর, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা উভয়বঙ্গে (Weather Kolkata)। উত্তরের জেলাগুলিতে (Kolkata Weather Forecast) শিলাবৃষ্টি হতে পারে বলে খবর৷
পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ঘূর্ণাবর্ত ব্যাপক প্রভাব ফেলেছে পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টির সর্তকতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দার্জিলিঙ ও কালিম্পংয়ে। ফলে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা বাড়বে।
দিনের বেলা শীতের আমেজ কমবে। বুধবার কলকাতাসহ একাধিক জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার। সোমবার কলকাতার সর্বোচ্চল তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন Gangasagar Mela: গঙ্গাসাগর মেলার কমিটিতে কেন শুভেন্দু? হাইকোর্টে শুনানি দুপুরে
আগামী কয়েকদিন তাপমাত্রা কমবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তর রাজস্থানে শৈত্যপ্রবাহের সম্ভাবনা। ভারত মহাসাগরের ঘূর্ণাবর্ত আরও সক্রিয়ভাবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এ। এর প্রভাবে তামিলনাডু অন্ধপ্রদেশের আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি এবং শিলা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরাতে।
আরও পড়ুন Covid-19: দেশে বাড়ল দৈনিক সংক্রমণ, মহারাষ্ট্রের পরই দুইয়ে বাংলা