Sunday, August 17, 2025
Homeকলকাতাকামারহাটি টু ভবানীপুর, দিদির 'কালারফুল' ভাই মদন আবার গাইলেন ‘ও লাভলি’

কামারহাটি টু ভবানীপুর, দিদির ‘কালারফুল’ ভাই মদন আবার গাইলেন ‘ও লাভলি’

Follow Us :

কলকাতা: তাঁর পোশাক নিয়ে কম চর্চা হয় না৷ পাঞ্জাবি থেকে শুরু করে হুইস্কি রংয়ের সানগ্লাস, ঘড়ি এমনকী জুতো দেখলেও চোখ যায় ধাঁধিয়ে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর ‘সাজুগুজুর’ তারিফ না করে পারেননি৷ দিদির কথায়, ‘মদন বেশ কালারফুল৷ তবে মাঝেমাঝে একটু বেশি কালারফুল হয়ে যায়।’ বয়স হলেও কামারহাটির তৃণমূল বিধায়কের মন বরাবরই রঙিন৷ ততটাই রঙিন তাঁর জামা-কাপড়৷ বাঙালি বেশে ধুতি-পাঞ্জাবি সাজে ও’রকম সোয়্যাগ লুকে কেবল মদন মিত্রকেই মানায়৷ অন্তত এমনটাই বলেন দাদার অনুগামীরা৷ তবে মাঝে মাঝে সাজগোজ করতে গিয়ে গায়ে একটু বেশি রঙ চড়িয়ে ফেলেন৷ সাধে কী আর দিদিকেও বলতে হয়, ‘সাজুগুজু করো৷ কিন্তু বেশি কালারফুল হোয়ো না৷’

আরও পড়ুন: চতুর্থ কলকাতা, অষ্টম যাদবপুর, দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয়ে নজরে বঙ্গ

তবে মদন আছেন মদনেই৷ কামারহাটি থেকে এখন তিনি ঘাঁটি গেড়েছেন ভবানীপুরে৷ সামনেই এই কেন্দ্রে উপনির্বাচন৷ দিদির সৈনিক হয়ে নেমে পড়েছেন ভোট প্রচারে৷ তখনও তৃণমূলের তরফে এই কেন্দ্রের প্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হয়নি৷ কিন্তু আগেভাগেই মদন মিত্র নেমে পড়েন দিদির হয়ে প্রচারে৷ রঙের বাক্সে তুলি চুবিয়ে দেওয়াল লিখন শুরু করে দেন৷ বাউল শিল্পীর একতারার সুরে ‘ও লাভলি’ গান বাঁধেন৷ তাঁর উপস্থিতি কোনও কাজে ক্লান্তি এনে দেয় না৷ মনোরঞ্জন করে সকলকে মাতিয়ে রাখেন৷ মদনের অনুগামীদের কথায়, ‘দাদা একাই একশো৷ নিজে রসিক মানুষ৷ তাই যেখানে যান সবাইকে মাতিয়ে দেন৷’

Madan Mitra
গান রেকর্ডিংয়ে মদন মিত্র৷ বৃহস্পতিবার৷ নিজস্ব চিত্র৷

ভবানীপুরের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছেন একাধিক নেতাকে৷ যেমন, মদন মিত্র পেয়েছেন নিজেরই পাড়ার দায়িত্ব৷ সেখানে প্রচারে এতটুকুও ফাঁক রাখছেন না তৃণমূল বিধায়ক৷ চিরাচরিত ভাষণ নয়, মদন এখন গানের মাধ্যমে প্রচারকে জমজমাট করে তুলতে চান৷ আগেই তাঁর মুখে শোনা গিয়েছে ‘ও লাভলি৷’ যা ভোটপ্রচারে ভালো সাড়া ফেলেছে৷ এবার তিনি ব্যস্ত ‘ও লাভলির’ দ্বিতীয় সংস্করণ নিয়ে৷ সেই গানের রেকর্ডিং করতে মদন চলে যান স্টুডিওতে৷ কলকাতা টিভি ডিজিটাল ডেস্কের কাছে এসে পৌঁছেছে তাঁর গান রেকর্ডিংয়ের সেই মুহূর্ত৷ মদন গাইছেন, ‘ভবানীপুর টু কামারহাটি/ ওয়েস্ট বেঙ্গল টু দেশের মাটি/ দিদির হাত ধরে সামনে হাটি…/ লাগ লাগ লাগ লাগ দাঁত কপাটি/ বিজেপির লাগ লাগ লাগ দাঁত কপাটি… ও লাভলি’৷

আরও পড়ুন: ছত্তীসগড় পুলিশ সাহায্য করেনি, সিবিআইয়ের সহযোগিতা চেয়ে হাইকোর্টে মামলা কলকাতা পুলিশের

Madan Mitra
‘ও লাভলি’ গান রেকর্ডিংয়ে মদন মিত্র৷ বৃহস্পতিবার৷ নিজস্ব চিত্র৷

গান রেকর্ডিংয়ে গিয়ে মদনের ড্রেস আবার সকলের নজর কেড়েছে৷ সাদা ধুতির ওপরে কালো পাঞ্জাবি৷ আর গলায় হলুদ ওড়না জড়িয়ে বিন্দাস গাইছেন মদন৷ অনেকটা যেন হানি সিং। লুক দেখে অনুগামীরাও বলছেন, ‘ও লাভলি’৷

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36
Video thumbnail
Dugra Puja | সমাজসেবী সংঘের দুর্গাপুজোর ৮০ তম বর্ষ, পুজোর থিম 'পথের পাঁচালি ১৯৪৬'
03:23