নিউটাউন: আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার নিউটাউনের (Newtown) রামকৃষ্ণ সেবা মিশনের মহারাজ। অভিযুক্ত মহারাজের নাম হরিময়ানন্দ। শনিবার তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হয়।
শুক্রবার নিউটাউনের (Newtown) নতুন পুকুর এলাকায় রামকৃষ্ণ সেবা মিশন নামে ওই প্রতিষ্ঠানে এক রাঁধুনির (Cook) মৃতদেহ উদ্ধার হয়। পাওয়া যায় সুইসাউড নোটও। মৃতের নাম রোহিত হালদার, বাড়ি সোনারপুরে। ওইদিন সকালে ঘরের দরজা ভেঙে রোহিতের ঝুলন্ত দেহ উদ্ধার করে টেকনো সিটি থানার পুলিস।
আরও পড়ুন: Sandhya Mukhopadhyay: সন্ধ্যা মুখোপাধ্যায় এখনও সংকটজনক
স্থানীয়দের অভিযোগ, আশ্রমের মহারাজ রাঁধুনির উপর অত্যাচার করতেন। এই মৃত্যুর জন্য দায়ী মহারাজ সহ আশ্রমের কয়েকজন। বাসিন্দারা ওই মহারাজকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তাঁকে মারধরও করা হয়। ঘটনাস্থলে আসে টেকনো সিটি থানার পুলিস। তাদের ঘিরেও বিক্ষোভ চলে। বিক্ষোভ সামাল দিতে লাঠি চালায় পুলিস।