Sunday, August 3, 2025
HomeকলকাতাMamata Banerjee At Kamakhya: পুরভোটের ফলপ্রকাশের দিনেই বিশেষ বিমানে কামাখ্যা যাচ্ছেন মমতা

Mamata Banerjee At Kamakhya: পুরভোটের ফলপ্রকাশের দিনেই বিশেষ বিমানে কামাখ্যা যাচ্ছেন মমতা

Follow Us :

কলকাতা : আজ কলকাতা পুরসভার ভোটে ফল প্রকাশ।  ব্যালট বাক্স খোলা থেকেই ১৪৪ টির মধ্যে ১৩০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই আবহেই গোয়াহাটি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দেবেন কামাখ্যায়।

দলীয় সূত্রে খবর, মঙ্গলবার বিশেষ বিমানে আসামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দুপুর ১টা নাগাদ সেখানে পৌঁছবেন তিনি। এরপরেই দুপুর ১টা ৩০ নাগাদ কামাখ্যা মন্দির পরিদর্শনে যাবেন। সেখানে পুজো দেবেন। আবার একই দিনে অর্থাৎ, মঙ্গলবারেই আবার ওই বিশেষ বিমানে করে কলকাতা ফিরে আসবেন তিনি।

বিজেপি শাসিত রাজ্যগুলিতে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি আরও মজবুত করার লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল। ২০২৪-এ লোকসভা ভোট। তার আগে সামনের বছরেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। লোকসভার আগে জাতীয় স্তরে গ্রহণযোগ্যতা বাড়াতে বাংলার বাইরে একাধিক রাজ্যে ছাপ ফেলতে মরিয়া তৃণমূল।

আরও পড়ুন- KMC Election 2021 Result: কলকাতা পুরভোটে খাতা খুলল কংগ্রেস

প্রথম বার ত্রিপুরা পুরভোটে লড়াই করে আমবাসায় একটি আসনও তারা পেয়েছে। বামেদের হাতছাড়া হওয়া আগরতালা পুরসভায় দ্বিতীয় শক্তি হিসেবে তারা উঠে এসেছে। গোয়ায় বিধানসভা ভোটেও লড়াই করবে তৃণমূল। মুকুল সাংমার সঙ্গে ১১ জন কংগ্রেস বিধায়ক দল পরিবর্তন করায়, মেঘালয়েও তৃণমূল প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে। ফলে, অসমে মমতার কামাখ্যা-দর্শনের নেপথ্যে শুধুই পুজোপাঠ নাকি অন্য কোনও ইঙ্গিত রয়েছে সেই নিয়েই জোর জল্পনা রাজনৈতিক মহলে।

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39