কলকাতা: ৩৯১ জন ইউক্রেন ফেরত ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাংলার পড়ুয়াদের বড়সড় ঘোষণা করেন তিনি। বলেন, ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের সঙ্গে কথা বলে ইউক্রেন ফেরত মেডিক্যাল ছাত্র-ছাত্রীদের বেসরকারি কলেজে পড়ার ব্যবস্থা করে দেওয়া হবে।
একই সঙ্গে তিনি বলেন, এইসব পড়ুয়াদের বেসরকারি কলেজে যাতে টাকা পয়সা বেশি না লাগে তার লিমিট করে দেওয়া হবে। একপ্রকার সরকারি কলেজের মতোই খরচে পড়ার সুযোগ করে দেবে সরকার। ফি মুকুবের জন্য সরকারের তরফ থেকে দেওয়া হবে স্কলারশিপ। এদিন ৩ জন ইউক্রেন ফেরত ছিলেন যারা কর্মসূত্রে ইউক্রেনে গিয়েছিলেন। তাঁদেরও কাজের ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও তিনি ঘোষণা করেন,
- ইউক্রেন ফেরত ইঞ্জিনিয়ারিং ছাত্রদের পশ্চিমবঙ্গে পড়ার ব্যবস্থা করবে সরকার।
- ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের সঙ্গে কথা বলে মেডিক্যাল ইন্টার্নদের জন্য সরকারি মেডিক্যাল কলেজেই ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে।
- প্রতিমাসে সব ইন্টার্নদের স্টাইপেন্ড দেওয়া হবে।
- চতুর্থ এবং পঞ্চম বর্ষের ছাত্র-ছাত্রীদের জন্যও মেডিক্যাল কমিশনকে চিঠি লেখা হবে। কমিশন পারমিশন দিলে তাঁরাও বাকি পড়াশোনা শেষ করার সুযোগ পাবেন।
- প্রথম বর্ষের ছাত্র ছাত্রীরা যদি চায় তাঁরা নতুন করে পশ্চিমবঙ্গের কলেজগুলিতে পড়াশুনা শুরু করতে পারবে।