দমদম : ম্যানহোলের ঢাকনা খোলা অবস্থায় পড়ে রয়েছে। চলার পথে দেখতে পাননি। যার ফলে ঘটে গেল বড় দুর্ঘটনা। সেই খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির।
ঘটনাটি ঘটেছে দমদম সেভেন ট্যাঙ্কের কাছে। মৃতের নাম রঞ্জন সাহা। তাঁর বয়স ৫১ বছর। পেশায় অটো চালক রঞ্জন দমদমের বেদিয়াপাড়ার বাসিন্দা বলে জানা গেছে। শনিবার রাতে বাড়ি ফিরছিলেন তিনি। দমদম সেভেন ট্যাঙ্কের কাছে একটি ম্যানহোল খোলা অবস্থায় পড়েছিল। সেখানে পড়ে যান রঞ্জন সাহার। তাঁকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শনিবার ভোর ৪টে নাগাদ তাঁর মৃত্যু হয়। কী কারণে ওখানে ম্যানহোল খোলা অবস্থায় পড়েছিল, তা এখনও জানা যায়নি। পুরসভার গাফিলতির কারণে এই দুর্ঘটনা বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুন : খড়দহের পর দমদম, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ কিশোরীর