হাওড়া: আপাতত বন্ধ থাকবে মঙ্গলাহাট (Howrah Mangalahat)। আগামী রবিবার থেকেই বন্ধ (Covid Mangalahat) থাকবে হাওড়ার শতাব্দী প্রাচীন রেডিমেড পোশাকের পাইকারি হাট মঙ্গলাহাট (Mangalahat)। হাওড়া জেলা প্রশাসন বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। আপাতত ঠিক হয়েছে, আগামী সপ্তাহে বন্ধ (Covid-19) থাকবে হাট। জেলাশাসক, নগরপাল ও পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সনের মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সময়ে পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করে হাট বন্ধের মেয়াদ নির্ধারণ করা হবে।
গত মঙ্গলবারই হাওড়ার মঙ্গলাহাটে মাস্ক না-পরার কারণে ধরপাকড় চালায় পুলিস। আটক করা হয় মেঘালয়ের এক দম্পতিকে। প্রতি মঙ্গলবার ও রবিবার এই হাট বসে। পাইকারি বাজারের অন্যতম বড় হাট হল এই মঙ্গলাহাট। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ব্যবসায়ী এবং দোকানদাররা এখন থেকে পণ্য সংগ্রহ করেন। প্রতি শনি-মঙ্গলবারই ভোররাত থেকেই বসে যায় হাট, চলে বিকেল পর্যন্ত।
করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষ বিধিনিষেধ সঠিকভাবে মেনে চলছে কি না, তার জন্য গত মঙ্গলবার হাওড়ার এই হাটে তল্লাশি চালায় পুলিস। ধরা পড়ে বেশ কয়েকজন। তাঁদের কারও থুতনিতে নামানো ছিল মাস্ক। কেউ কেউ আবার মাস্ক পরতেই ভুলে গিয়েছেন। তাঁদের থানায় আটক করে নিয়ে যাওয়া হয়। পরে জরিমানা করিয়ে মুচলেকা লিখিয়ে ছেড়ে দেওয়া হয়।