কলকাতা: পুজোর দিনগুলোতে অতিরিক্ত সময় চলবে মেট্রো (Kolkata Metro)৷ এখন শেষ মেট্রো রাত সাড়ে ৯টায় পাওয়া যায়৷ পুজোর কয়েকটা দিন সেই সময়সীমা এক থেকে দেড় ঘণ্টা বাড়ানো হয়েছে৷ বুধবার দর্শনার্থীদের এমনই সুখবর দিল মেট্রো কর্তৃপক্ষ৷ সপ্তমীর (Saptami) সকাল ১০টা থেকেই শুরু হয়ে যাবে মেট্রো পরিষেবা৷ চলবে রাত ১১টা পর্যন্ত৷ তবে অন্যান্য বারের মত সারা রাত মেট্রো চলবে না বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ৷
আরও পড়ুন: দশভুজার আটটি হাতই ছোট, স্বমহিমায় উখরার খ্যাপা দুর্গা
আজ বুধবার মহালয়া৷ পিতৃপক্ষের শেষ, মাতৃপক্ষের শুরু৷ আজ থেকেই শুরু পুজোর ফিতে কাটা৷ কিন্তু গতবারের মত এবছরও মণ্ডপে দর্শনার্থীদের অবাধ প্রবেশ বারণ৷ তাই বলে বাঙালি পুজোয় বেরবে না? আলবাত বেরবে৷ পুজোর কয়েকটা দিন হই-হুল্লোড় করে কাটাতে দর্শনার্থীদের জন্য কলকাতা মেট্রো সপ্তমী থেকে নবমী পুজো স্পেশাল রেক চালাবে৷ ওই তিন দিন আপ ডাউন মিলিয়ে ২০৪টি ট্রেন চালবে৷ প্রতি ট্রেনের মাঝে ব্যবধান থাকবে ৬ মিনিটের৷ ভিড় কমাতেই এই সিদ্ধান্ত৷ আর দশমীর দিন চলবে ১৩৮টি ট্রেন৷ ওই দিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মিলবে মেট্রো৷
আরও পড়ুন: কয়েক কোটি তছরূপের অভিযোগে গ্রেফতার আদালতের কেরানি
রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পুজোয় সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে৷ সেই ভয়ে সারা রাত মেট্রো চালানোর ঝুঁকি নিতে নারাজ কর্তৃপক্ষ৷ পুজোর সময় মেট্রোয় চড়তে গেলে স্মার্ট কার্ড মাস্ট৷ টোকেন ব্যবস্থা থাকছে না৷ ভিড় সামাল দেওয়ার জন্য রেল পুলিশ এবং মেট্রো রেলওয়ে স্টাফ থাকবে৷
সপ্তমী থেকে নবমী প্রতিদিন ২০৪টি মেট্রো চলবে৷ এর মধ্যে ১৭১টি ট্রেন চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে৷ দশমীর দিন ১৩৮টি রেক চলবে৷ এর মধ্যে ১৩৫টি চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে৷