কলকাতা: কলকাতায় ফের ওমিক্রন (Omicron Virus) উদ্বেগ। এক বাংলাদেশ নাগরিককে ঘিরে নতুন করে ওমিক্রন আক্রান্ত কি না, আশঙ্কা দানা বাঁধছে। সদ্য তিনি বাংলাদেশ থেকে এসে বারাসতে এক আত্মীয়ের বাড়িতে উঠেছেন। শনিবার আরটি-পিসিআর টেস্টে কোভিড রিপোর্ট পজিটিভ(covid report positive) আসে। তার পরই ঝুঁকি না নিয়ে ওই বাংলাদেশি নাগরিককে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কোভিডের নতুন ভ্যারিয়েন্টে (Omicron Coronavirus) আক্রান্ত কি না, তা জিনোম সিকোয়েন্সের(Genome Sequencing) রিপোর্ট আসার পরই নিশ্চিত করে জানা যাবে। জিনোম সিকোয়েন্সের জন্য ইতিমধ্যে তাঁর নমুনা কল্যাণীতে পাঠানো হয়েছে। কলকাতায় ওমিক্রন আশঙ্কায় এই নিয়ে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণের আশঙ্কায় নবান্ন ইতিমধ্যে প্রতিটি জেলা প্রশাসনকে সতর্ক করেছে। স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যে কারও ওমিক্রন কারও ওমিক্রন ধরা পড়লে তাঁদের চিকিতসা করা হবে বেলেঘাটা আইডি হাসপাতালে। বিদেশ থেকে কেউ ফিরলে কেন্দ্রের নির্দেশিকা মতো আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক। রিপোর্ট পজিটিভ এলে জিনোম সিকোয়েন্স করাতে হবে। সেই নির্দেশিকা মেনেই চলছে রাজ্য।
আরও পড়ুন: Omicron suspect in Kolkata Airport: ওমিক্রন আতঙ্ক এবার দমদম বিমানবন্দরে, করোনা পজিটিভ মহিলা
শুক্রবার, ১০ ডিসেম্বর ভোররাতে দোহা থেকে কাতার এয়ারওয়েজের বিমানে কলকাতায় আসা আর এক মহিলারও আরটিপিসিআর রিপোর্ট পজিটিভ আসে। আলিপুরের বাসিন্দা ওই মহিলাকে বিমানবন্দর থেকেই বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই মহিলা ছাড়া বিমানের বাকি যাত্রীদের কোভিড রিপোর্ট নেগেটিভ। আলিপুরের এই মহিলা ওমিক্রন আক্রান্ত কি না, জিনোম সিকোয়েন্সের রিপোর্ট এলেই নিশ্চিত হওয়া যাবে।
ভারতে এ পর্যন্ত ৩৩ জন ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে। তার মধ্যে ৩ বছরের একটি শিশুও রয়েছে। সবথেকে বেশি ওমিক্রন ধরা পড়েছে মহারাষ্ট্রে। করোনার দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা নিয়ে যে কারণে বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ করেছে উদ্ধব ঠাকরের সরকার। সংক্রমণে লাগাম টানতে সপ্তাহশেষে দু’দিন ১৪৪ ধারা জারি হয়েছে।