Sunday, August 3, 2025
HomeCurrent NewsOne Person One Post: টুইটার হ্যান্ডেলে এক ব্যক্তি এক পদ, চন্দ্রিমার দাবি,...

One Person One Post: টুইটার হ্যান্ডেলে এক ব্যক্তি এক পদ, চন্দ্রিমার দাবি, আইপ্যাকের কাজ

Follow Us :

কলকাতা: ‘এক ব্যক্তি এক পদ’(One Person One Post) নিয়ে তৃণমূলের অন্দরে তুমুল আলোড়নের মধ্যেই বিতর্ক দেখা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের টুইটার হ্যান্ডেলের(I-Pac-Chandrima Bhattacharya) কভার ফটো নিয়ে। শুক্রবার তৃণমূলের নেটদুনিয়ায় যখন এক ব্যক্তি এক পদ নিয়ে ঝড় চলছে, তখন চন্দ্রিমার টুইটার হ্যান্ডেলের কভার ফটোতে দেখা গেল #One Person One Post-এর উল্লেখ। চন্দ্রিমা অবশ্য বলেন, এটা আমার করা নয়, আইপ্যাকের অফিস থেকে করা। আমাকে না জানিয়ে এসব করা হয়েছে।

রাজ্যের প্রভাবশালী মন্ত্রী মমতা-ঘনিষ্ঠ চন্দ্রিমা আইপ্যাকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেন। তিনি বলেন, আইনি ব্যবস্থা কী নেব না নেব, সে ব্যাপারে দলের সঙ্গে কথা বলব। তবে আমি সবাইকে বলে দিয়েছি, এর পিছনে আইপ্যাক রয়েছে। আমার অজ্ঞাতসারেই ওরা এসব করেছে।

আরও পড়ুন: Calcutta High Court On Abortion: গর্ভপাত নিয়ে বিশেষজ্ঞদের রিপোর্ট চাইল আদালত

এর কিছু পরেই চন্দ্রিমার টুইটার হ্যান্ডেলে কভার ফটো বদলে যায়। সেখানে একদিকে রয়েছে দুটি মমতার এবং দুটি চন্দ্রিমার ছবি। মাঝে তৃণমূলের প্রতীক। প্রথমে চন্দ্রিমার এক ব্যক্তি এক পদ হ্যাশট্যাগ দেওয়া টুইটার হ্যান্ডেলের কভার ফটো নিয়ে তৃণমূলের অন্দরে নানা জল্পনা শুরু হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি প্রতিক্রিয়া দেন মন্ত্রী। অত্যন্ত দ্রুত বদলে যায় টুইটার হ্যান্ডেলের কভার ফটোও। প্রশ্ন উঠেছে, এত তাড়াতাড়ি কভার ফটো বদল করল কে? আইপ্যাক না উনি নিজেই? কারণ, চন্দ্রিমা দাবি করেছিলেন, ওইসব আইপ্যাকের কাজ।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39