Friday, August 1, 2025
HomeCurrent Newsপঞ্চমীতেই কলকাতায় মানুষের ঢল, করোনার অশনি সংকেত!

পঞ্চমীতেই কলকাতায় মানুষের ঢল, করোনার অশনি সংকেত!

Follow Us :

কলকাতা: আজ পঞ্চমী (Panchami)৷ রবিবার। আজ থেকেই শহরের পুজো (Durga Puja) মণ্ডপ চত্ত্বর ও বাইরের উপচে পড়া ভিড় (Crowd)। একাধিক পুজো মণ্ডপ চত্ত্বরে কার্যত তিল ধারণের জায়গা নেই বললে চলে৷ মণ্ডপ থেকে অনেক দূর পর্যন্ত লাইন৷ ঠাকুর-প্যান্ডেল দেখার উম্নাদনার ছবি ধরা পড়ছে শহর ও শহরতলিতে৷ দূরত্ব বিধির কথা তো বাদ দিন। কারও মুখে মাস্ক (Mask) আছে তো, কারও নেই। কেউ কেউ হাতে নিয়ে ঘুরছে। মাস্ক খুলে নিজস্বী তোলার হিড়িক পড়েছে। অবশ্যই, পুজো কমিটি গুলি করোনা বিধি মেনে চলার কথা  বলছেন৷ কিন্তু, কে শোনে কার কথা৷ আর তাতেই সামগ্রিক পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন পুজো কর্তারা৷

ছবি তোলায় ব্যস্ত শিশু দর্শকরা৷ নিজস্ব চিত্র৷

তৃতীয়া থেকেই ভিড় উপচে পড়তে শুরু করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে৷ দুবাইয়ের বুর্জ খলিফার অনুকরণে তৈরি হয়েছে মণ্ডপ। একই সঙ্গে আলোর খেলা চলছে। দক্ষিণ কলকাতার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম যোধপুর পার্কের (Jodhpur Park) পুজো। এবছর ৬৯তম বর্ষে পদার্পণ করেছে যোধপুর পার্কের পুজো। তাদের এবছরের থিম ‘আজব সাক্ষাৎ’। ছেলেবেলার এক টুকরো স্মৃতিকেই ফিরিয়ে আনতে চেয়েছেন উদ্যোক্তারা। সেই মন্ডপেও ভিড়৷ আজ বিকেল থেকেই ভিড় বাড়তে থাকে সেখানে৷ সন্ধে গড়াতেই ভিড় বাড়তে শুরু করেছে৷

মন্ডপের ভিতরে নো এন্ট্রি৷ নিজস্ব চিত্র৷

আরও পড়ুন-পঞ্চমীর সন্ধ্যেয় রেড রোডে গুলি

ভাবনার অভিনবত্বে নজর কেড়েছে সুরুচি সংঘের পুজো৷ ছোট ছোট ছেলেমেয়েদের নতুন জামা-কাপড়ের আবদার। সেই ভাবনাই এবার সুরুচি সঙ্ঘের পুজোয়। ৬৮ বছরে তাদের থিম-আবদার। জামাকাপড়ে সেজে উঠেছে মণ্ডপ। তবে দুর্গা এখানে সাবেকি। অন্য দিকে, রাজস্থানের জয়পুরের লক্ষ্মী-নারায়ণ মন্দিরের আদলে তৈরি হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মন্ডপ। সাদা কাপড়ে তৈরি মণ্ডপের ওপর আলোর প্রতিফলনে, প্যান্ডেল রূপ নিয়েছে মার্বেলের মন্দিরে। রুপকল্পে চমক থাকায় সেখানেও উপচে পড়া ভিড়৷

shreebhumi puja
শ্রীভূমির মন্ডপ৷ নিজস্ব চিত্র৷

আরও পড়ুন-৭০০-র বেশি ‘সন্ত্রাসী সমর্থক’ আটক জম্মু ও কাশ্মীরে

সাধারণত সপ্তমী থেকেই পুরোদস্তুর পুজো শুরু হয়ে যায়৷ কিন্তু, করোনার কারণে বিধি নিষেধ থাকায় তৃতীয়ী, তচুর্তী থেকেই রাস্তায় মানুষের ঢল নেমেছে৷ প্রতিদিন আগের দিনের থেকে ভিড় বাড়ছে৷ আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা৷ মন্ডপে নো এন্ট্রি থাকলেও বিপুল জনসমাগম হচ্ছে বাইরে। এরফলে, পুজো মিটতেই করোনার কয়েক মাস আগের স্মৃতি ফিরবে নাতো? এমনকি, করোনা ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া থাকলেও যে নিস্তার পাওয়া যাবে এমন ধারনাও ভুল। তাই, ভবিষ্যৎ কী তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mamata Banerjee | পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে কী জানালেন মুখ্যমন্ত্রী, দেখুন সরাসরি
35:10
Video thumbnail
Mamata Banerjee | পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, দেখুন সরাসরি
01:08:10
Video thumbnail
Malegaon Incident | বিগ ব্রেকিং, মালেগাঁও বি/স্ফো/রণ কাণ্ডে সব অভিযুক্তকে বেকসুর খা/লা/স
03:32:16
Video thumbnail
Metro News | আ/গু/নের ফুলকি, সাতসকালে থমকে গেল মেট্রো, এখন কী অবস্থা?
03:44:21
Video thumbnail
Politics | বাংলায় NRC নোটিশ আবার পাঠাল অসম সরকার
06:13
Video thumbnail
BJP-RSS | BJP-RSS দ্ব/ন্ধ চরমে, রফা সূত্র মিলবে কি? কবে ঘোষণা হবে জাতীয় সভাপতি?
02:48:40
Video thumbnail
Parliament | Jaya Bachchan | 'প্রিয়াঙ্কা ডোন্ট কন্ট্রোল মি' রাজ্যসভায় রেগে আ/গু/ন জয়া বচ্চন, কেন?
02:35:21
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | ট্রাম্পের খামখেয়ালিপনা বুঝতে পেরেছিলেন মাস্ক?
03:34
Video thumbnail
Politics | তিন দফা সমীক্ষা করে বিজেপি-প্রার্থী বাছাই তারপরে
05:19
Video thumbnail
Bangla Bolche | 'মোদি-ট্রাম্প বন্ধুত্ব এই জায়গায় যাবে এটা ভারতের কাছে আ/ঘা/ত'
02:05

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39