Sunday, August 10, 2025
HomeScrollPrivilege Motion Against Suvendu: শুভেন্দুর বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনছে তৃণমূল

Privilege Motion Against Suvendu: শুভেন্দুর বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনছে তৃণমূল

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব (Privilege Motion) আনতে চলেছে তৃণমূল। দলীয় সূত্রে খবর, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, শিউলি সাহা এবং অসীমা পাত্র ওই প্রস্তাব আনছেন। অভিযোগ, সোমবার বিধানসভায় শুভেন্দুর মদতে বিজেপির একাধিক বিধায়ক তাঁদের হেনস্থা করেছেন।

সোমবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের উদ্বোধনের দিন ধুন্ধুমার কাণ্ড ঘটে। রাজ্যপাল জগদীপ ধনখড়কে ঘিরে শাসক ও বিরোধী পক্ষের বিধায়কদের তুমুল বিক্ষোভ চলে। বিক্ষোভের কারণে রাজ্যপাল তাঁর উদ্বোধনী ভাষণ করতেই পারেননি। প্রায় এক ঘণ্টা ওই অবস্থা চলার পর রাজ্যপাল কোনও মতে ভাষণের প্রথম ও শেষ লাইনটি পড়ে সাংবিধানিক আনুষ্ঠানিকতা রক্ষা করেন।

ওইদিন রাজ্যপাল বিধানসভায় ঢোকার পরই বিরোধী বিজেপি সদস্যরা পুরভোটে হিংসা ও ছাপ্পা ভোটের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা বিধানসভার ওয়েলে নেমে পড়েন। পাল্টা বিক্ষোভ শুরু করে দেন ট্রেজারি বেঞ্চের সদস্যরাও। তাঁরাও ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন। দুপক্ষের বিক্ষোভ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চিৎকার চেঁচামেচিতে রাজ্যপাল উদ্বোধনী ভাষণ শুরু করতেই পারেননি। বেশ কয়েকবার তিনি অধিবেশন কক্ষ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং অন্য মন্ত্রীরা রাজ্যপালকে বারবার ভাষণ শুরু করার জন্য অনুরোধ করেন। একসময় মমতাকে হাতজোড় করে রাজ্যপালকে অনুরোধ করতে দেখা যায়। তিনি বলেন, দয়া করে সাংবিধানিক সংকট তৈরি করবেন না। রাজ্যপাল বিধানসভার সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দেন। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয় না।

আরও পড়ুন: Madhyamik Exam 2022: প্রসবের আধঘণ্টার মধ্যে স্যালাইন হাতে পরীক্ষা মায়ের

দুই পক্ষের বিক্ষোভ চলাকালীনই ধাক্কাধাক্কিও হয়। তৃণমূলের অভিযোগ, বিরোধী সদস্যরা শুভেন্দু অধিকারীর মদতে মহিলা বিধায়কদের হেনস্থা করেছেন। শুভেন্দুর পাল্টা অভিযোগ, শাসকদলের সদস্যরা রাজ্যপালকে নিগৃহীত করেন। পরে বিধানসভার ওই পরিস্থিতির নিন্দা করে টুইটে সরব হন রাজ্যপাল। বিধানসভাতে তাঁর বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগানও ওঠে।

শাসকদলের মহিলা সদস্যদের হেনস্থার অভিযোগেই মঙ্গলবার তৃণমূল শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে। দু-একদিনের মধ্যেই সেই প্রস্তাব আনা হচ্ছে বলে দলীয় সূত্রে খবর।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Nabanna Abhijan | নবান্ন অভিযান ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা, তৈরি জলকামা/ন, ব্যারিকেডে আটকানো রাস্তা
03:57:14
Video thumbnail
Nabanna Abhijan | নবান্ন অভিযানে এ কী অবস্থা? দেখুন Live
03:24:10
Video thumbnail
Nabanna Abhijan | RG Kar Incident | 'প্রতিবাদ মিছিলে আমি থাকব' নবান্নমুখী তামান্না খাতুনের মা
03:13:03
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
03:00:30
Video thumbnail
Nabanna Abhijan | নবান্ন অভিযানের মিছিল রুখতে তৈরি 'লৌহকপাট'
44:46
Video thumbnail
Modi-Putin | পুতিনের সঙ্গে টেলিফোনে কথা মোদির, কী কী বিষয়ে কথা? দেখুন বড় আপডেট
03:25:40
Video thumbnail
Priyanka Gandhi | এই ভাষণে নির্মলাকে ধুয়ে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী, না দেখলে মিস
03:17:30
Video thumbnail
Jaya Bachchan | Nirmala Sitharaman | বলুন আমি কত ট্যাক্স দেব? সংসদে নির্মলাকে ধুয়ে দিলেন জয়া বচ্চন
03:12:38
Video thumbnail
Politics | 'এ যুগের গান্ধী কে? নরেন্দ্র মোদি আবার কে!'
04:15
Video thumbnail
Politics | ইডির কর্মকর্তা কপিল রাজ রিলায়েন্সে নিলেন কেন কাজ?
03:18