Thursday, August 14, 2025
HomeকলকাতাBJP worker’s Death: বিজেপি কর্মীর মৃত্যুতে জনস্বার্থ মামলা, দেহ সংরক্ষণের আবেদন

BJP worker’s Death: বিজেপি কর্মীর মৃত্যুতে জনস্বার্থ মামলা, দেহ সংরক্ষণের আবেদন

Follow Us :

কলকাতা : কাশীপুরে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। মামলার অনুমতি দিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। শুক্রবারই আবেদনকারীকে আসতে বলা হল। মামলার আবেদনে বলা হয়েছে এখনই ময়নাতদন্ত না করে সংরক্ষণের নির্দেশ দেওয়া হোক। জরুরি ভিত্তিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুবীর সান্যাল।

বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন অর্জুন চৌরাসিয়া নামে ওই বিজেপি কর্মী। শুক্রবার তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায়। মৃতের মায়ের দাবি, ছেলেকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে সকাল থেকে তোলপাড় চলে কাশীপুরে। বিজেপি কর্মীরা দফায় দফায় পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে এসে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন স্থানীয় তৃণমূল বিধায়ক অতীন ঘোষ এবং কাউন্সিলর সুমন সিং। সুমনের দাবি, মৃত অর্জুন গত পুরভোটেও তাঁর সমর্থনে প্রচার করেছিলেন।

অতীনের অভিযোগ, বিজেপি বিষয়টি নিয়ে অযথা রাজনীতি করছে। তাঁরও দাবি, অর্জুন তৃণমূলের সমর্থক ছিলেন। এদিন ঘটনাস্থলে আসেন বিজেপির একাধিক নেতা। দিলীপ ঘোষ থেকে শুরু করে কল্যাণ চৌবে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার-সহ একঝাঁক বিজেপি নেতা কাশীপুরে যান। মৃতদেহ তুলতে পুলিসকে বাধা দেন স্থানীয় বিজেপি কর্মীরা। পুলিসের সঙ্গে ধাক্কাধাক্কিও চলে। পুলিসের মারে এক মহিলা বিজেপি কর্মী অচেতন হয়ে পড়েন বলে বিজেপির দাবি।

আরও পড়ুন- BJP worker’s Death: কাশীপুরের মৃত্যুতে রহস্য নাকি পরিকল্পিত চিত্রনাট্য, তদন্ত দাবি তৃণমূলের

 

RELATED ARTICLES

Most Popular