কলকাতা: অভয়াকাণ্ডের (RG Kar Incident) ১ বছর পার, আজ ফের রাত দখল (Raat Dokhol)
রাত দখলের ১ বছরে অভয়ার বিচার চেয়ে আজ ফের রাজপথে গর্জন প্রতিবাদী সমাজের। শ্যামবাজার থেকে যাদবপুর, নন্দন চত্বর থেকে বেহালা, রাসবিহারী, দমদম… সাধারণ নাগরিক থেকে শুরু করে অভয়া মঞ্চ.. স্বাধীনতা দিবসের প্রাক্কালে শহরের রাস্তায় রাস্তায় অভয়ার ন্যায়বিচারের দাবিতে রাত জাগছে। আরজি কর ঘটনার প্রতিবাদে ফের রাত দখল শহর থেকে জেলা। স্লোগানে, গানে প্রতিবাদে মুখর কল্লোলিনী কলকাতা। অভয়ার বিচার চেয়ে রাসবিহারী মোড়ে তেরঙ্গা উড়ালেন প্রতিবাদীরা।
রাজপথই হয়ে উঠল দ্রোহের ক্যানভাস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে অভয়ার জন্য ন্যায়বিচার চেয়ে রাস্তায় তুলি হাতে প্রতিবাদের স্লোগান।স্লোগানে, গানে প্রতিবাদে মুখর কল্লোলিনী কলকাতা। অভয়ার বিচার চেয়ে রাসবিহারী মোড়ে তেরঙ্গা উড়ালেন প্রতিবাদীরা। রাসবিহারীর মোড়েও রাত দখলে উপস্থিত রয়েছেন আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার। অভয়া মঞ্চের ডাকে রাতদখল কর্মসূচি পালিত হচ্ছে বেহালাতেও। ১৪ নম্বর বাস স্ট্যান্ড ও সখেরবাজারে হয়েছে জমায়েত। লেকটাউনে রাত দখল। গভীর রাতেও জনজোয়ার। রাস্তার ধারে জমায়েত করেছেন প্রতিবাদীরা। গানে, কবিতায় নাটকে চলছে রাতদখল। রাস্তায় ছবি এঁকে এবং স্লোগান লিখেও প্রতিবাদ জানানো হচ্ছে। সিঁথি মোড়ে রাত দখলের মঞ্চে ভিড়।
আরও পড়ুন: রাত দখলের কর্মসূচি থেকে হিন্দোল মজুমদারের নিঃশর্ত মুক্তির দাবি
এক বছর আগে রাতদখল কর্মসূচিতে বিশেষ ভূমিকা ছিল যাদবপুরের। প্রতিবাদে গর্জে উঠে রাত দখলের ডাক দিয়েছিলেন রিমঝিম। এ বছরও অন্যথা হল না। এইটবি মোড়ে বৃহস্পতিবার রাতে জমায়েত হয়েছে। যাদবপুর কফি হাউসের সামনেও চলছে রাত দখল। এদিন রাত দখলের সামিল হয়ে প্রতিবাদে গর্জে উঠলেন রিমঝিম।
অন্য খবর দেখুন